'যেমনটা দেখেন, আয়ুষ্মান তেমনটা নয়', অচেনা অভিনেতাকে চেনালেন নুসরত

Published : Mar 12, 2020, 10:49 AM ISTUpdated : Mar 12, 2020, 10:50 AM IST

নুসরত বারুচা এখন বলিউডের এক অতি-পরিচিত নাম। একের পর এক ছবিতে অভিনয় করে তিনি জায়গা করে নিয়েছেন দর্শকদের মনে। ব্যাণিজ্যিক ছবি থেকে শুরু করে সামাজিক প্রেক্ষাপটে চিত্রনাট্য নির্ভর ছবিতেও নজর কেড়েছেন তিনি। ড্রিম গার্ল ছবিতে আয়ুষ্মান খুরানার সঙ্গে অভিনয় করেছিলেন তিনি। কেমন ছিল সেই অভিজ্ঞতা জানালেন এবার নুসরত। 

PREV
110
'যেমনটা দেখেন, আয়ুষ্মান তেমনটা নয়', অচেনা অভিনেতাকে চেনালেন নুসরত
প্রথম থেকেই ছবি ঘিরে দর্শকদের মনে উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। ড্রিম গার্ল ছবিতে এক ভিন্ন লুকে দেখা গিয়েছিল অভিনেতাকে।
210
পর্দায় আয়ুষ্মান খুরানা প্রতিটি লুকেই এক ভিন্ন সেড আনার চেষ্টা করে থাকেন। কখনও হাসি-মজা, কখনও আবার গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় চরিত্রের ভার।
310
তবে পর্দার পেছনে থাকা আয়ুষ্মান খুরানা কেমন! অনেকেরই ধারনা সামনে আয়ুষ্মান খুব হালকা মেজাজে থাকলেও পর্দার পেছনে তিনি বেশ গম্ভীর।
410
এই বিষয় এবার মুখ খুললেন নুসরত বারুচা। জানালেন আয়ুষ্মানের প্রকৃত রূপ কেমন।
510
নুসরতের যেদিন প্রথম আয়ুষ্মানের সঙ্গে দেখা হয়, ঠিক তখনই বেশ ক্লান্ত ছিলেন অভিনেত্রী। একটা ছবির সেট থেকে অন্য ছবির সেটে এসেছিলেন নুসরত। সারা রাত গাড়িতেই থাকতে হয়েছিল তাঁকে।
610
যেদিন ছবির সেটে পৌঁছে ছিলেন নুসরত, অবাক হয়ে গিয়েছিলেন, সকলে মিলে তখন মজা করছে, পার্টি করছে।
710
পরের দিন ছিল না কোনও শ্যুটিং। যার ফলে সারা রাত হুল্লোরের মধ্যে দিয়েই সামনে উঠে আসে আয়ুষ্মানের আসল রূপ।
810
সম্প্রতি এক সাক্ষাৎকারে নুসরত জানান, আয়ুষ্মান দেখায় এক করম, আর আসলে ও অন্য রকম। সেটে সব সময় মজা করতে ভালো।
910
নুসরত বারুচা বেশ কয়েকটি ছবির শ্যুটিং নিয়ে এখন ব্যস্ত। তারই মাঝে খানিকটা সময় করে নিয়ে ঘুরতে বেশ পছন্দ করেন নুসরত।
1010
বেশ কয়েকটি বক্স অফিস হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন এই অভিনেত্রী। তাঁর হট লুকের জন্যও নেট দুনিয়ায় বেশ জনপ্রিয় নুসর
click me!

Recommended Stories