প্রকাশ্যে অভিষেকের গালে সপাট চড় অজ্ঞাত মহিলার, কী দোষ করেছিলেন জুনিয়ার বচ্চন

একদিনে যেমন নেপোটিজমের ঝড়, ঠিক তেমনটাই মানসিক চাপ থাকে স্টারকিডদের ওপরও। যাঁরা বহিরাগত তাঁদের কাছে যেমন নিজের জায়গা করে নেওয়াটা প্রতিযোগীতার, ঠিক তেমনই যাঁরা স্টারকিড তাঁদেরও প্রমাণ করে দেখাতে হয় নিজের যোগ্যতা, নয়তো পরিবারের সদস্যদের সঙ্গে পড়তে হয় তুলনাতে। 

Jayita Chandra | Published : Jun 4, 2021 4:40 AM IST
18
প্রকাশ্যে অভিষেকের গালে সপাট চড় অজ্ঞাত মহিলার, কী দোষ করেছিলেন জুনিয়ার বচ্চন

নেপোটিজমের তালিকাতে আসে অভিষেক বচ্চনের নামও। বচ্চনের পুত্র, ফলে বলিউড যে তাঁকে এগিয়ে রাখবে এমনটাই সংজ্ঞা নেপোটিজমের। 

28

তবে অভিষেকের ক্ষেত্রে ঠিক এই বিষয়টা খাটে না। বলিউডে বহু ব্লকবাস্টার ছবি তিনি উপহার দিলেও, পরবর্তীতে সুপারস্টারের তকমা তিনি পাননি। 

38

বরং একের পর এক ফ্লপ ছবি রয়েছে তাঁর ঝুলিতে। একটানা এগারোটা ছবি অভিষেক বচ্চনের ফ্লপ হতে থাকে। এক কথায় তখন ভেঙে পড়েছিলেন অভিষেক।

48

এমনই সময় একটি ছবি কেমন চলছে পর্দায় তা জানার জন্য প্রেক্ষাগৃহে গিয়েছিলেন অভিষেক বচ্চন। ছবি শেষ হতেই ঘটে বিপত্তি। 

58

একমহিলা প্রেক্ষাগৃহ থেকে বেড়িয়ে এসে প্রকাশ্যে অভিষেকের গালে চড় মেরে বসেন। অভিষেক কিছু বুঝে ওঠার আগেই মহিলা বলেন অভিষেক পরিবারের নাম নষ্ট করছেন। 

68

এক সাক্ষাৎকারে নিজের জীবনের চরম খারাপ সময় নিয়ে মুখ খুলেছিলেন অভিষেক বচ্চন। তখনই এই ঘটনার কথা উল্লেখ করেন জুনিয়ার বচ্চন। 

78

সেই মহিলা অভিষেক বচ্চনকে জানান, তুমি তোমার পরিবারের নাম খারাপ করছ। অভিনয়টা তুমি করতে পারো না। 

88

সেই সময় বেশ খানিকটা ভেঙে পড়েছিলেন অভিষেক বচ্চন। যদিও ছবি করা ছাড়েনি তাঁরা। একের পর এক ছবি করে সুপারস্টার না হলেও লাইম লাইটে নিজেকে ধরে রাখার যুদ্ধ চালিয়ে যাচ্ছেন অভিষেক। 

Share this Photo Gallery
click me!

Latest Videos