অমিতাভ বচ্চন বরাবরই সোশ্যাল মিডিয়ায় সক্রিয়। জীবনের নানা ওঠা পড়ার গল্প তিনি বুনে থারেন তাঁর সোশ্যাল মিডিয়ার পাতা। এবার শেয়ার করলেন এক নস্টালজিক পোস্ট। এক সময় অভিনেতা হিসেবে যে বাড়িতে প্রবেশ করেছিলেন তিনি জয়ার হাত ধরে, আজ সেই বাড়িতেই পেতেছেন তিনি সংসার।