রিয়ার হাতে রবীন্দ্রনাথ, দেখে চমকে উঠল নেট দুনিয়া, মুহূর্তে হলেন ট্রোলের শিকার

Published : Apr 11, 2021, 04:27 PM IST

কিছুতেই যেন মিলছে না নিস্তার। ধীরে ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকা রিয়া চক্রবর্তী আবারও আইনি বিপাকে। ২০২০ সালে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বদলে গিয়েছিল তাঁর কেরিয়ার গ্রাফ, ভয়াবহ কয়েকমাস কাটিয়ে খানিক স্বস্তিতে রিয়া, তবে বদনাম যেন ঘোচার নয়। তিনিই যাই করেন, তাতেই শুরু কড়া সমালোচনা। 

PREV
19
রিয়ার হাতে রবীন্দ্রনাথ, দেখে চমকে উঠল নেট দুনিয়া, মুহূর্তে হলেন ট্রোলের শিকার

সাল ২০২০, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুই রাতারাতি পাল্টে দিয়ে গিয়েছিল রিয়া চক্রবর্তীর জীবন। সুশান্তের আত্মহত্যার পরই সকলের নিশানাতে ছিলেন রিয়া চক্রবর্তী। 

 

29

প্রাথমিকভাবে সকলেই তাকে সুশান্তের হত্যাকারি বলে ধরে নিয়েছিলেন। পরবর্তীতে অগাস্ট মাসে নার্কোটিক্স ব্যুরো থেকে মাদক কেস ফাইল করা হয়। 

 

39

এরপর রিয়া একেবারে ভেঙে পরে। রিয়ার মায়ের কথায় তিনি প্রতিদিন ভয়ে ভয়ে দিন কাটাতেন। তার মেয়ে যেন কিছু করে না বসে। 

49

তবে কয়েকমাস পরেই আবারও ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছিলেন রিয়া চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় মাদার্স ডে-তে করেছিলেন প্রথম পোস্ট।

 

59

শরীরচর্চার দিকেও মন দিয়েছিলেন। জিমের সামনে তাকে ও শৌভিককে একসঙ্গে একাধিকবার দেখা যায়। 

69

তবে রিয়া নিজে যতই স্বাভাবিক হওয়ার চেষ্টা করুক না কেন, সমাজ যেন কোনও মতেই তাঁর পিছু ছাড়তে নারাজ। 

79

তিনি যাই করুক না কেন ট্রোল যেন তাঁকে হতেই হবে। এমনই এক ইমেজ বানিয়ে ফেলেন রিয়া। তবুও স্বাভাবিক হতেই চাইছেন তিনি। 

89

অবসরে পড়ছেন রবীন্দ্রনাথ। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন রিয়া। মুহূর্তে আবারও ট্রোলের শিকার। 

99

প্রশ্ন উঠল তিনি বাংলা জানেন কিনা তা নিয়েও। যদিও রিয়ার কাছে এখন এগুলো নতুন কিছু নয়। 

click me!

Recommended Stories