কেন শাহরুখের জন্য স্কুল থেকে সাসপেন্ড হয়েছিলেন রণবীর সিং, কেরিয়ারের পিকে বিস্ফোরক তথ্য ফাঁস

রণবীর সিং বরাবরই বলিউড ভক্ত। ছোট থেকেই তিনি সিনেমা দেখতে ভীষণ ভালোবাসেন। ছোট থেকেই তাঁর গান সিনেমা অভিনেতা অভিনেত্রীদের প্রতি এক অদ্ভুত ঝোঁক ছিল। লুকিয়ে চুরিয়ে সিনেমা দেখাটা অভ্যাস ছিল তার।

Jayita Chandra | Published : Mar 16, 2021 7:19 AM IST
19
কেন শাহরুখের জন্য স্কুল থেকে সাসপেন্ড হয়েছিলেন রণবীর সিং, কেরিয়ারের পিকে বিস্ফোরক তথ্য ফাঁস

অভিনেতা হওয়ার স্বপ্ন বুকে নিয়ে বেড়ে ওঠা ছেলেটা সব সময় বলিউডের দিকে নজর রাখতেন। আর তাতেই বিপত্তি।

29

শাহরুখ ভক্ত রণবীরকে নাকি শাহরুখের জন্যই পড়তে হলো বিপদে। স্কুল থেকে একদিনের জন্য সাসপেন্ড।

39

কি এমন ঘটলো রণবীরের সঙ্গে, যার জন্য স্কুল থেকে এমন সিদ্ধান্ত নিতে হয়েছিল, কিইবা করেছিলেন শাহরুখ।

49

কেরিয়ারের পিকে এসে সেই রহস্য খোলাসা করলেন রণবীর সিং। জানালেন স্কুলে থাকাকালীন তাকে শাহরুখকে জন্য কেন সমস্যায় পড়তে হয়েছিল।

59

রণবীর গর্বের সঙ্গে বলেন তিনি 90 দশকের কিড। যার ফলে গানটার ভীষণ পছন্দের ছিল। অন্যতম ছিল ছাইয়া ছাইয়া।

69

স্কুলে একদিন সেই দিকেই মন দিয়ে বসেন রণবীর। শিক্ষিকার নজরে বিষয়টা আসতেই তিনি রণবীরকে সাসপেন্ড করেছিলেন।

79

90 দশকে এই ছাইয়া ছাইয়া গান নাকি রণবীরের ঘুম উড়িয়ে ছিল। পাড়ার ফাংশন থেকে শুরু করে যে কোন অনুষ্ঠানে বাজত এই গান।

89

যখনই গানটা শুনতেন রণবীর তখনই সেই দিকেই মনোযোগ দিয়ে বসতেন। যার ফলে স্কুলে এমন সমস্যায় পরতে হয় তাকে।

99

সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই রহস্য খোলসা করে তিনি জানান তার সাসপেন্ড হওয়ার পেছনে সম্পূর্ণ দায়ী শাহরুখ খান।

Share this Photo Gallery
click me!

Latest Videos