Published : Apr 27, 2020, 09:02 AM ISTUpdated : Apr 27, 2020, 09:03 AM IST
বলিউড তারকাদের মধ্যে সকলেরই জানা যে সলমন খান মাথা গরম করে ফেলেন মাঝে মধ্যেই। আর তখন তিনি কী বলেন আর কী যে করেন তা বোঝা মুশকিল। প্রকাশ্যে যে মানুষ রাগ চেপে রাখতে পারেন না তাঁর বাড়িতে কী ছবি ধরা পড়ে! তেমনই এক ঘটনা একবার সাক্ষাৎকারে সকলের সঙ্গে শেয়ার করেছিলেন সেলিম।
সলমন খান মাথা গরম করে অনেক কিছুই হয়তো এখন করে ফেলেন, তবে আগে বিষয়টা এমন ছিল না। পরিবারের কাছে শান্ত হয়েই থাকতেন তিনি।
29
তবে একবার সলমন খান ভুল করে বাবার পুরো মাইনের টাকাই জ্বালিয়ে দিয়েছিলেন। তা নজরে পড়েছিল সেলিমের।
39
সলমন খান তখন ছোট। বাড়িতে ভাই-বোনদের নিয়ে খেলায় মেতে থাকতেই বেশি পছন্দ করতেন। একবার দিওয়ালিতে ঘটে এই বিপত্তি।
49
সলমন ও তাঁর ভাই বোনেরা মিলে কাগজ জ্বালাতে শুরু করে। যে যেখান থেকে পারে কাগজ জোগার করে নিয়ে সে।
59
সলমন খান কাগজ খুঁজতে খুঁজতে হাজির হন তাঁর বাবা সেলিমের অফিস ঘরে। সেখানেই রাখা ছিল টাকা।
69
কাগজ ভেবে তা তুলি নিয়ে গিয়ে সলমন খান সবই জ্বালিয়ে দিয়েছিলেন সেদিন। ঘটনাটা লক্ষ্য করেছিলেন সেলিম।
79
এরপর সেলিম সলমন ও তাঁর ভাই বোনদের ডেকে পাঠান। শাস্তি হিসেবে মেলেনি মার কিংবা বকা। কাছে বসিয়ে ভালো বেসে সেদিন অনেক কিছু বলেছিলেন সেলিম।
89
টাকার মূল্য কী, তার জন্য কত মানুষ কষ্ট পায়। টাকা রোজগার করতে হয়, প্রভৃতি। যে কথাগুলোর অর্থ তখন বুঝতে না পাড়লেও সলমন খান এখন বোঝেন।
99
মনে রেখেছেন বাবার তখন বলা সব কথাই। এরপর থেকে সলমন খান টাকাকে আর কোনও দিন অবহেলা করেননি। বাবাকে কথা দিয়েছিলেন, আজও তা পালন করেন সলমন খান।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।