পাকিস্তানকে ৪৫ কোটি অর্থ সাহায্য শাহরুখের, ক্ষেপে উঠল ভারত, ঠিক কী ঘটেছিল

Published : Jan 13, 2021, 08:34 AM IST

নানা কারণে সোশ্যাল মিডিয়ায় একাধিকবার বিতরকের মুখে পড়তে হয়েছে শাহরুখ খানকে। কখন উঠে এসেছে তার ব্যক্তিগত জীবন কখনো আমার লাইফ, তবে এর আগে এভাবে ক্ষেপে ওঠেনি গোটা ভারতের ভক্ত মহল। কি ঘটেছিল?

PREV
110
পাকিস্তানকে ৪৫ কোটি অর্থ সাহায্য শাহরুখের, ক্ষেপে উঠল ভারত, ঠিক কী ঘটেছিল

করোনাভাইরাস বিশ্বে যখন ঝড় তুলেছে তখনই সাহায্যের হাত বাড়িয়ে নানাভাবে এগিয়ে এসেছে দেশের বিভিন্ন তারকার।

210

কেউ সাহায্য করেছেন পিপিই কিট দিয়ে, কেউ আমায় সাহায্য করেছেন সাধারণ মানুষের খাবারের দায়িত্ব নিয়ে।

310

কেউ করেছে অর্থসাহায্য কেউ আবার খোদ মাঠে নেবে মানুষের পাশে দাঁড়িয়েছেন বিপদের সময়। সেই তালিকা থেকে বাদ নন শাহরুখ খান।

410

বিপদের সময় যেটুকু সাহায্য মেনে সেটুকুই অনেক, এমনটাই মনে করেন সকলে। কিন্তু ভারতের পাশে না দাঁড়িয়ে কেউ যদি পাকিস্তানে সাহায্য করে! 

510

নিঃসন্দেহে ভক্তদের মন ভেঙে যাওয়ার ই কথা। আর ঠিক তেমনটাই ঘটেছিল শাহরুখ খানের ক্ষেত্রে।

610

করোনার সময় 45 কোটি টাকা অর্থ সাহায্য করেছেন পাকিস্তানের শাহরুখ খান, এমনই খবর ছড়িয়ে পড়ে সর্বত্র। 

710

সোশ্যাল মিডিয়ায় উঠে ঝড়। ধিক্কার জানাই সকলে। কিন্তু শাহরুখ খান আধেয় কি এমন কাজ করেছেন! 

 

810

পাকিস্তানের এক সংবাদমাধ্যম একটি পুরনো ভিডিও ক্লিপিং পুনরায় চালাতেই যত সমস্যা। শাহরুখ খান এই টাকা মোটেও দেননি।

910

তবে সেই সংবাদমাধ্যম দাবি করে বসেন কিংখান আছে পাকিস্তানের পাশে। এবং এই টাকা শাহরুখ খান দিয়েছেন বিপদের দিনে।

1010

ভিডিওটি নেওয়া হয়েছিল 2017 সালের একটি ক্লিপ থেকে। সেই ক্লিপ ছিল ফেক। ততদিনে শাহরুখের নামে নানা মন্তব্য ছড়িয়ে পড়েছে।

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories