বাবা মন্ত্রী হওয়ার পর বিরক্ত হয়ে স্কুল ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন সোনাক্ষী, কেন

বলিউডের সোনা, সব স্টারকিডরাই কি সফল অভিনেতা অভিনেত্রী হতে পারে ! নেপোটিজম শব্দটা কি সবার ক্ষেত্রেই খাটে! হয়তো নয়, যার অন্যতম প্রমাণ হলেন সোনাক্ষী সিনহা, বলিউডে বিস্তর ফ্যান ফলোয়ার থাকলেও কোথাও গিয়ে যেন সেভাবে পসার জমাতে পারেননি বিটাউনের সোনা। 

Jayita Chandra | Published : Jun 3, 2021 7:24 AM IST
18
বাবা মন্ত্রী হওয়ার পর বিরক্ত হয়ে স্কুল ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন সোনাক্ষী, কেন

শত্রঘ্ন সিনহার মেয়ে বলে কথা, যার ফলে সোনাক্ষী এমনিতেই ফেমাস। স্কুল কলেজ সর্বত্রই তাঁকে এক ডাকে সকলে চেনে। 

28

একে তো স্টার কিড, যদি আরও অতিরিক্ত চাপ তৈরি হয়, তবে তা সহ্য করা কঠিন, এমনটাই এক সময় মনে হয়েছিল সোনাক্ষীর। 

38

এমনকি স্কুল ছেড়ে দেওয়ার সিদ্ধান্তও নিয়েছিলেন তিনি। কিন্তু কেন! তখন সবে মাত্র ৬ বা ৭ -এ পড়তেন সোনাক্ষী।

 

48

বিষয়টা ঘটে খানিকটা এমনভাবে, যখন তাঁর বাবা যোগ দেন রাজনীতিতে। তখনই পাল্টে যায় সবকিছু।

58

হঠাৎ করেই সোনাক্ষীদের সঙ্গে ঘুরতে থাকে বাউন্সর। সঙ্গে করে একটি জিপ গাড়ি সব সময় থাকত। 

68

ঘুরতে যাওয়া হোক বা স্কুল। স্কুলে যাওয়ার পথে একগাদা সিকিউরিটি তাঁকে ছাড়তে যেত। যা বেজায় অস্বস্তিতে ফেলতো সোনাক্ষীকে। 

78

তখনই সে প্রতিবাদ জানিয়ে বলেছিলেন, এভাবে স্কুল করা তাঁর পক্ষে সম্ভবপর নয়। সে স্কুল ছাড়তে চায়। 

88

নয় তো বন্ধ করতে হবে এই সমস্ত। স্কুলে তাঁর বেজায় বিরক্ত লাগত, সকলেই দূরে দূরে সরে থাকত।  সোনাক্ষীর কথায় সেটাই ছিল তাঁর প্রথম প্রতিবাদ। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos