ভিকি-ক্যাটের লাভস্টোরির মাঝে কী ঢুকতে চাইছেন তাপসী, রণবীরের পর এই স্টারও কি হাতছাড়া হবে ক্যাটের

বলিউডে সম্পর্কেরা কখন যে কীভাবে পাল্টে যায় তা এক কথায় বোঝা মুশকিল। তাই প্রেমের বিষয় একটু সতর্ক থাকাই বেশি প্রয়োজন। প্রথম থেকেই একে অন্যের প্রেমে হাবুডুবু খেলেই যে বিয়ের পিঁড়িতে বসা যায় এমনটা নয়, কখন যে কাদের মধ্যে বিবাদ দেখা যায়, তা বোঝা এতটাও সহজ নয়, তাই চোখ কান খোলা রাখাই ভালো। 

Jayita Chandra | Published : Feb 17, 2021 1:34 PM
19
ভিকি-ক্যাটের লাভস্টোরির মাঝে কী ঢুকতে চাইছেন তাপসী, রণবীরের পর এই স্টারও কি হাতছাড়া হবে ক্যাটের

ক্যাটরিনার যে প্রেম ভাগ্য খুব একটা সুখের নয়, তার প্রমাণ মিলেছে আগেই। রণবীরের সঙ্গে টেকেনি সম্পর্ক। 

29

এরপরই অবসাদে ডুবে যান তিনি। কিন্তু তা কাটিয়ে উঠে এখন ভিকিতেই মজেছেন এই অভিনেত্রী। 

 

39

২০১৯ সালের দিওয়ালি পার্টি থেকে জল্পনা শুরু। ভিকির সঙ্গে ঘনিষ্ট অবস্থায় দেখা যায় ক্যাটকে। 

49

যদিও তাঁরা কেউই সম্পর্ক নিয়ে খুব একটা মুখ খোলেননা। তবে এবার বোধ হয় ক্যাটের একটু সতর্ক হওয়া প্রয়োজন। 

59

কারণটা হল তাপসী। মনমর্জিয়া ছবিতে তাপসীর বিপরীতে দেখা যায় ভিকিকে। তার আগে থেকেই তাঁদের বন্ধুত্ব। 

69

তবে বন্ধু নয়, স্বামী হিসেবেই একশোতে একশো দিতে চান ভিকিকে তাপসী। একাধিকবার এই নিয়ে মুখ খোলেন তাপসী। 

79

জানান, একদন পার্ফেক্ট প্রেমিকের যা যা গুণ থাকা উচিৎ তা সবই আছে ভিকির মধ্যে। তাই ভিকিই হলেন সেরা। 

 

 

89

এই মন্তব্য কারর পরই নয়া জল্পনা ছড়িয়ে পড়ে বিটাউনে। তবে কি প্রকাশ্যেই ভিকিকে কোনও ইঙ্গিত দিলেন তাপসী!

99

 তাহলে কী আবারও মন ভাঙতে চলেছে ক্যাটের! এই নিয়েই এখন সর্বত্র জল্পনা তুঙ্গে। যদিও তা নিয়ে বিন্দু মাত্র মাথা ব্যাথা নেই ক্যাটের। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos