প্রিয়ঙ্কার প্রস্তুতি ছিল তুঙ্গে, রাতারাতি ছবি চলে যায় ঐশ্বর্যের পকেটে, মুহূর্তে কী করেছিলেন পিগি টপসের বাবা

Published : Feb 17, 2021, 12:27 PM IST

বলিউডের সমীকরণটা যে ঠিক কখন কীভাবে পাল্টে যায়, তা অনেকেরই অজানা। ঠিক তেমনটাই ঘটে একবার প্রিয়ঙ্কা চোপড়ার সঙ্গে। নিজের জীবনের একাধিক অজানা কথাই এবার সকলের সামনে তুলে ধরলেন পিগি চপস তাঁর লেখা বইয়ের মধ্যে দিয়ে। 

PREV
19
প্রিয়ঙ্কার প্রস্তুতি ছিল তুঙ্গে, রাতারাতি ছবি চলে যায় ঐশ্বর্যের পকেটে, মুহূর্তে কী করেছিলেন পিগি টপসের বাবা

প্রিয়ঙ্কা চোপড়া বলিউডে তখন প্রথম। এক বড় ছবির প্রস্তাবের জন্য হন্যে হয়ে ঘুড়ছেন। ঠিক সেই সময় আসে উমরাও জান ছবির প্রস্তাব। 

29

এই ছবির সঙ্গেই প্রিয়ঙ্কার স্বপ্ন দেখা শুরু। বলিউডে মাটি পাকা করতে হলে এই ছবিতে বাজি মাত করতে হবে তাঁকে। এই নিয়ে চলে প্রস্তুতি। 

39

চরিত্র সম্পর্কে জানা থেকে শুরু করে কত্থক শেখা, সব কিছুতেই মন দিয়েছিলেন প্রিয়ঙ্কা। খামতি রাখেননি কোথাও। 

49

এখানেই শেষ নয়, পাশাপাশি নিজের মধ্যে গড়ে তুলছিলেন সাবেকি আদোপ কায়দার অভ্যাসও। এমনই সময় হঠাৎই ঘটে ছন্দ পতন। 

59

প্রিয়ঙ্কাকে জানিয়ে দেওয়া হয়, তিনি আর থাকছেন না এই ছবিতে। বদলে নেওয়া হচ্ছে ঐশ্বর্যকে। 

69

ছবিতে মূল চরিত্রে প্রিয়ঙ্কার বিপরীতে থাকার কথা ছিল অভিষেক বচ্চনের। তখন ঐশ্বর্য বলিউডের সুপারস্টার। তাঁকে নিতে দুবার ভাবেনি সংস্থা। 

79

তবে এসবের কিছুই জানতেন না ছবির পরিচালক জেপি দত্ত। তাঁকে এসে প্রিয়ঙ্কার বাবা প্রশ্ন করেন কেন এমনটা হল! 

89

এই নিয়ে এক বিস্তারিত রিপোর্টও প্রকাশ্যে এসেছিল সেই সময়, এবার সামনে এলো প্রিয়ঙ্কার প্রিয়ঙ্কার লেখা বইয়ের পাতায়।  

99

সামনেই বাংলায় বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা, ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ভোট নিয়ে রাজনেতিক দলগুলির প্রচার, তাই ভোটের সব খবর পেতে অবশ্যই ক্লিক করুন এশিয়ানেট নিউজ বাংলা।

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories