পোশাক খসে পড়া থেকে পা পিছলে আলুর দম, র‍্যাম্পে উঠে বিপত্তিতে একাধিক বলি-তারকা

Published : Mar 05, 2020, 08:25 PM ISTUpdated : Mar 06, 2020, 12:11 PM IST

র‍্যাম্প মানেই ফ্যাশন স্টেটমেন্ট, স্মার্টনেস থেকে শুরু করে স্টানিং লুক, এক কথায় সেলিব্রিটিদের পার্ফেক্ট প্যাকেজ। কিন্তু সব র‍্যাম্প কি সফল হয়! সেলিব্রিটিদেরও কি ভূল হয় না, না কি অস্বস্তিকর পরিস্থিতির শিকার হতে হয়না! সবটাই চলে। তবে কোনওটা প্রকাশ্যে আসে, কোনওটা আবার চাপা পড়ে যায়। র‍্যাম্পের ঝুঁকির মুখে পড়ে ভাইরাল হয়েছিলেন যে তাঁরকারা, দেখুন এক ঝলকে। 

PREV
18
পোশাক খসে পড়া থেকে পা পিছলে আলুর দম, র‍্যাম্পে উঠে বিপত্তিতে একাধিক বলি-তারকা
ইয়ামি গৌতমি চলতে চলতে হঠাৎই পোশাকে পা আটকে থমকে গেলেন।
28
পোশাক নিয়ে সমস্যা অধিকাংশ তারকাদেরই হয়ে থাকে। যার ফলে সমস্যার মুখে পড়তে হয় তাঁদের।
38
ভিড়ের মাঝে হাজির রেখা। জুতোর সমস্যায় হঠাৎই পড়ে যান তিনি।
48
স্মাটনেস বজায় রেখেই হাঁটতে থাকা। তার মাঝেই ঘটা বিপত্তি।
58
ফ্যাশন আইকোন অনেকেই। কিন্তু সব পরিস্থিতির মুখোমুখিও হতে হয় একাধিক তারকাদের।
68
কখনও চলতে দিয়ে, কখনও জুতো কখনও আবার পোশাক বাধ সাদে।
78
উর্বশী, সুইমিং পুলের সামেন পোজ দিতে গিয়ে হঠাৎই ব্যালন্স হারালেন।
88
প্রিয়ঙ্কা নিক নিয়ে পরেই গেলেন চলতে গিয়ে। মুহূর্তে ছবি ভাইরাল।
click me!

Recommended Stories