পশ্চিমে সেলিব্রিটিদের বিয়ের ফুটেজ, ছবি, ভিডিও ম্যাগাজিন কিংবা চ্যানেলে বিক্রি করার প্রবণতা রয়েছে। এবং স্ট্রিমিং জায়ান্ট ভারতেও একই ভাবে তাদের প্রভাব বিস্তার করতে বিয়ের ফ্র্যাঞ্চাইজি চালু করার পরিকল্পনা শুরু করেছে (Vicky Kaushal and Katrina Kaif Wedding)। এবং ক্যাট ও ভিকি কেও নাকি ১০০ কোটি টাকা অফার করা হয়েছে।