পারিবারিক অনুষ্ঠান 'বিগ বস'-এ উদ্দাম যৌনতা, সিদ্ধার্থের চরম ঘনিষ্ঠতায় মজে সদস্যরা

শুরু হয়েছে বিগ বস সিজন ১৪। সিনিয়র জুনিয়র সিনিয়র নিয়ে দিন কতকের মধ্যেই উত্তপ্ত হয়ে উঠেছে বিগ বস হাউজ। সিদ্ধার্থ শুক্লা, গওহর খানের আদেশে শুরু হয়েছে বিভিন্ন সমস্যা। প্রতিযোগীরা তাঁদের বিরোধীতা করেই টিকে থাকতে চাইছে বিগ বসে। তবে তেমনটা না হওয়াটাই স্বাভাবিক। কারণ হিনা খান, সিদ্ধার্থ শুক্লা, গওহর খানের হাতেই রয়েছে বিভিন্ন পাওয়ার। যার জেরে তাঁরা নমিনেট করতে পারেন যে কোনও সদস্যকে। সেই কারণে এবার বিগ বস অনুষ্ঠাটি পরিণত হল সেক্সি রিয়্যালিটি শো-তে। 

Adrika Das | Published : Oct 7, 2020 1:49 PM IST
18
পারিবারিক অনুষ্ঠান 'বিগ বস'-এ উদ্দাম যৌনতা, সিদ্ধার্থের চরম ঘনিষ্ঠতায় মজে সদস্যরা

বিগ বস-এ সিদ্ধার্থের হাতে ছিল ইমিউনিটি পাওয়ার। যা তিনি দেবেন যে কোনও একজন প্রতিযোগীকে। 

28

পবিত্রা পুনিয়া, জ্যাসমিন ভাসিন, নিক্কি তম্বোলি, রুবিনা দিলাইককে একটি কার্য দিয়েছিলেন বিগ বস। 

38

যেখানে সিদ্ধার্থকে ইমপ্রেস করে তাঁদের ইমিউনিটি পেতে হবে। তবে কার্যটি দেখে সিদ্ধার্থ খুশি হলেও খুশি নয় দর্শকমহল। 

48

একটি বাইকের উপর চড়ে বসেছেন সিদ্ধার্থ। আশপাশে স্বর্গের অপসরার মত ঘুরে বেড়াচ্ছেন এই চার সদস্য। 

58

যারা নিজেদের হটনেসে সিদ্ধার্থকে মুগ্ধ করার চেষ্টা করছেন। গান চলছে ব্যাকগ্রাউন্ড। তাও আবার যে সে গান নয়, চলছে টিপ টিপ বরসা পানি। 

68

যা অবশ্যই সেনসুয়্যস গানের তালিকায় পরে। হঠাৎই নিক্কি নিজের গায়ে জল ঢেলে ভিজে গিয়ে সিদ্ধার্থের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে ওঠেন। 

78

জনসমক্ষেই একের পর এক সদস্যরা নিক্কিকে দেখা দেখি সিদ্ধার্থের সঙ্গে ঘনিষ্ঠ হন। এতেই বেজায় চটেছে দর্শকরা। 

88

পর্বটির প্রোমো মুক্তি পেতেই ছি ছিক্কার সোশ্যাল মিডিয়ায়। এমন পারিবারিক অনুষ্ঠানে এই ঘনিষ্ঠতা দেখাবার প্রয়োজন কী ছিল, প্রশ্ন তাদের। যদিও সবই টিআরপি-র খেলা।

Share this Photo Gallery
click me!

Latest Videos