পূজা বাতরাকে মনে আছে! ৪২ বছরে বিয়ে করলেন অভিনেত্রী, এখন তিনি কেমন
চুপিসারে বিয়ে সেরেছেন অভিনেত্রী পূজা বাতরা। অভিনেতা নওয়াব শাহের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন ৪২ বছরের অভিনেত্রী। নিজেই সে কথা প্রকাশ করেছেন সংবাদমাধ্যমের কাছে। তবে বয়স ৪২ হলেও প্রাক্তন মিস ইন্ডিয়ার যে সৌন্দর্যে ভাঁটা পড়েনি তা দেখেই বোঝা যায়। দেখে নেওয়া যাক তাঁর কিছু ছবি।
swaralipi dasgupta | Published : Jul 15, 2019 6:19 PM
ক সর্বভারতীয় সংবাদমাধ্যমের কাছে সাক্ষাৎতকারে জানালেন, তিনি সত্যিই নওয়াব শাহকে বিয়ে করেছেন। গত ৪ জুলাই দিল্লিতে ৪২ বছরের অভিনেত্রী এই বলিউডের এই ভিলেনের সঙ্গে গাঁটছড়া বাঁধেন।
বিয়েতে শুধু পরিবার ও ঘনিষ্ঠ আত্মীয়রাই উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন পূজা।
পূজা জানিয়েছেন, তাঁরা আর্য সমাজের রীতিতে বিয়ে করেছেন, এই সপ্তাহে আইন মাফিক বিয়ে হবে
৪২ বছর বয়স হলেও তার কোনও রকম ছাপ পড়েনি পূজার চেহারায়
নিয়মিত যোগাভ্যাস করেন পূজা বাতরা। তার বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেন তিনি।
এক সময়ে মিস ইন্ডিয়া হয়েছিলেন পূজা বাতরা। বেশ কিছু ছবিতে অভিনয় করেছিলেনে তিনি। তবে একটা সময়ে অনেক সমস্যার মধ্যে দিয়ে গিয়েছেন।
তবে একটা সময়ে বেশ কষ্ট করেছিলেন পূজা বাতরা। জানান তিনি নাকি এক সময়ে বিদেশে একা ছিলেন। কিন্তু সেই খারাপ অবস্থা ধীরে ধীরে কাটিয়ে উঠেছেন।
পূজা বাতরা ভিরাসত, হসিনা মান জায়েগি, নায়ক ছবিতে অভিনয় করেছেন। বেশ কিছু বিজ্ঞাপনেও কাজ করেছিলেন তিনি