সঞ্জয়-মান্যতার দাম্পত্যে রোম্যান্স অটুট! সঞ্জুবাবার থেকে কতটা ছোট তাঁর স্ত্রী

সঞ্জয় দত্তের থেকে ২০ বছরের ছোট তাঁর স্ত্রী। প্রায় ১১ বছরের বেশি একসঙ্গে ঘর করেছেন সঞ্জয় ও মান্যতা। আজও রোম্যান্স রয়েছে অটুট দুজনের মধ্য়ে। এছাড়াও প্রায় সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে ঝড় তোলেন মান্যতা। দেখে নেওয়া যাক সঞ্জয় পত্নীর দিন থেকে রাত কেমন কাটে। 
 

swaralipi dasgupta | Published : Jul 13, 2019 10:01 AM IST
18
সঞ্জয়-মান্যতার দাম্পত্যে রোম্যান্স অটুট! সঞ্জুবাবার থেকে কতটা ছোট তাঁর স্ত্রী
২০০৮ সালের ফেব্রুয়ারি মাসে বিয়ে হয় সঞ্জয় ও মান্যতার। দুই বছর পরে দুই কন্যা যমজ সন্তানের জন্ম দেন তাঁরা।
28
২০ বছরের ছোট হলেও মান্যতাকে ছাড়া এক মুহূর্ত কাটে না সঞ্জয়ের।
38
সমুদ্র সৈকতে সন্তানদের নিয়ে প্রায়ই ছুটি কাটাতে যান মান্যতা।
48
বাড়ির পুজোয় ঘর সাজাচ্ছেন আলো দিয়ে। প্রতি বছর দীপাবলি উৎসব পালন করেন মান্যতা।
58
সোশ্যাল মিডিয়ায় খুবই অ্যাকটিভ মান্যতা। প্রায়ই ছবি দিয়ে উষ্ণতা ছড়ান তিনি।
68
পর্দায় সঞ্জয় দত্তের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছিলেন দিয়া মির্জা।
78
প্রায়ই সঞ্জয়ের সঙ্গে বিভিন্ন পোজে ছবি দেন মান্যতা। তবে মান্যতা যে ৪০ এর কোঠায় তা দেখে তাঁকে বোঝা যায় না।
88
টকটকে লাল সুইমস্যুটে জলেই আগুন ধরিয়েছেন মান্যতা। প্রায়ই শরীরচর্চার ভিডিও আপলোড করেন। তাই তাঁর ফিটনেস নিয়ে কোনও সন্দেহ নেই।
Share this Photo Gallery
click me!

Latest Videos