একাই দরজা খুলে গাড়িতে ওঠার উপক্রম, ব্যস্ত শাহরুখ পুত্র আব্রাম

Published : May 22, 2019, 08:28 PM IST

অপেক্ষা নয়, তড়িঘড়ি দরজা খোলা ব্যস্ত শাহরুখ পুত্র

PREV
16
একাই দরজা খুলে গাড়িতে ওঠার উপক্রম, ব্যস্ত শাহরুখ পুত্র আব্রাম
আব্রাম ২৭ই মে ২০১৩ সালে জন্মগ্রহণ করে। বর্তামানে তার বয়স ছয় বছর।
26
আব্রাম জন্মের আগে থেকেই খবরের শীরনামে উঠে এসেছে বারবার। আর জন্মের পর থেকে সর্বদা স্পট লাইটে থাকে আব্রাম।
36
ক্যামেরার সামনে পোজ দিতে ছোট থেকেই পছন্দ করে খুদে তারকার। শাহরুখ খানের সঙ্গে প্রায়সই তাকে দেখতে পাওয়া যায় বিভিন্ন অনুষ্ঠানে।
46
খুদে তারকা বলিউডেও ইতিমধ্যে হাতে খড়ি সেরে ফেলেছে। হ্যাপিনিউ ইয়ার ছবিতে ডেবিউ করে শাহরুখ পুত্র আব্রাম।
56
কেবলই শাহরুখ নয়, বলিউডের সব তারকাই স্নেহ করে আব্রামকে। বর্তমানে আব্রাম সবথেকে জনপ্রিয় তারকা পুত্র।
66
তার সঙ্গে প্রথম ছবি তুলে শেয়ার করেছিলেন শাহরুখ খান। তার পর থেকেই শাহরুখ পরিবারের সকলের প্রোফাইল জুড়ে আব্রামের ছবি লক্ষ্য করা য়ায।
click me!

Recommended Stories