ঐশ্বর্য রাই বচ্চন এবং আরাধ্যাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে সম্প্রতি। তাঁদের অবস্থার অবনতি হতেই নানাবতীতে নিয়ে যাওয়া হয় তাঁদের। শ্বাসকষ্ট বাড়তে থাকার দরুণ তাঁদের হাসপাতালে পর্যবেক্ষণে রাখতে হয়। যদিও এখন তাঁদের দু'জনের অবস্থা বেশ খানিকটা স্থিতিশীল। অমিতাভ বচ্চন এবং অভিষেকও নানাবতীতে চিকিৎসাধীন গত ১১ জুলাই থেকে। দিন কতক আগেই জানানো হয়েছিল আরও সাতদিন হাসপাতালের পর্যবেক্ষণে থাকতে হবে বাবা-ছেলেকে। তারই মাঝে চলে আসে আরাধ্যা এবং ঐশ্বর্যের খবর। হাসপাতালে ভর্তি হওয়ার আগে বাড়িতেই চলছিল তাঁদের চিকিৎসা। তাঁদের দ্রুত আরোগ্য কামনা করেছেন হলিউড অভিনেতা স্টিভ মার্টিন।