গ্রেফতার হলেন নেটদুনিয়ায় হট সেনসেশন পুনম পান্ডে, জানুন কেন

Published : May 11, 2020, 09:29 AM IST

পুনম পান্ডে। তাকে চেনে না এমন মানুষের সংখ্যাটা নেহাতই হাতে গোনা। সোশ্যাল মিডিয়ায় একের পর এক শরীরী আবেদন পূর্ণ ছবি দিয়ে লাইমলাইটের শীর্ষে থাকেন পুনম। নেটদুনিয়ায় হট সেনসেশন আবারও শিরোনামে। সারা দেশজুড়ে কড়া লকডাউন চলছে। বর্তমানে গোটা দেশের পাশাপাশি ভয়ঙ্কর পরিস্থিতির আকার নিয়েছে মুম্বইতে। এহেন পরিস্থিতিতে গ্রেফতার করা হল অভিনেত্রী পুনমকে। কী এমন করলেন যে লকডাউনের মধ্য়ে গ্রেফতার করা হল পুনমকে। এই প্রশ্ন উঠেছে সমালোচকদের মুখে মুখে। জানুন কেন।  

PREV
110
গ্রেফতার হলেন নেটদুনিয়ায় হট সেনসেশন পুনম পান্ডে, জানুন কেন

 করোনা সংক্রমণ রুখতে সারা দেশ জুড়ে লকডাউন চলছে। সকলেই গৃহবন্দি। এহেন পরিস্থিতিতে যাতে ভাইরাস কোনওভাবেই ছড়িয়ে পড়তে না পারে সেজন্য বেশ কিছু আবাসনও পাকাপাকিভাবে সিল করা হয়েছে।

210

লকডাউনের মধ্যেই মুম্বইয়ের কড়া আইন উপেক্ষা করে রাস্তায় বের হন পুনম।

310

তবে শুধু রাস্তাতেই নন, সূত্র থেকে জানা গেছে, মেরিন ড্রাইভে নিজের বিলাসবহুল গাড়ি নিয়ে ঘুরছিলেন পুনম।

410

এই খবর পেয়েই মেরিন ড্রাইভে পৌঁছন মুম্বই পুলিশ আধিকারিক। একাধিকবার পুলিশের তরফ বারণ করা সত্ত্বেও কোনও কথাই শোনেননি পুনম। 

510


পুলিশের কথা উপেক্ষা করে সোজা গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছিলেন তিনি।

610

লকডাউন আইন না মানার কারণেই শেষমেষ অভিনেত্রী তথা মডেলকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ।

710


প্রথমে পুনমের বিরুদ্ধ অভিযোগ দায়ের করা হয়। তারপর তাকে গ্রেফতার করা হয়। শুধু তাই নয়, তার গাড়িটিও আটক করা হয়েছে।

810


চলতি বছর ফেব্রুয়ারি মাসেও অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে আইনি অভিযোগ এনেছিলেন পুনম।

910



রাজ কুন্দ্রার বিরুদ্ধে শুধু অভিযোগ করেই ক্ষান্ত হননি তিনি। এমনকী মুম্বই হাইকোর্টেও মামলা দায়ের করেন তিনি।

1010


 হট অ্যান্ড সেক্সি ভিডিও পোস্ট করে পুরুষদের রাতের ঘুম ওড়াতে তার জুড়ি মেলা ভার।কয়েকদিন আগেই প্রথমবার বয়ফ্রেন্ডকে প্রকাশ্যে এনেছিলেন পুনম। করোনা আতঙ্কের মধ্য়েই ফাঁস হয়েছিল পুনমের সেই ছবি।

click me!

Recommended Stories