পুনমের (Poonam Pandey) এই কন্ট্রোভার্সিয়াল মন্তব্যকে কেন্দ্র করে পায়েলের সঙ্গে বচসাও হয়। পায়েল পুনমকে বলেন, তুই যেমন জামা কাপড় খুলে ফেলতে পারিস, তেমনই মা বোন পরিবার নিয়ে গালাগালিও দিতে পারিস। সত্যিই কি পুনম নগ্ন হবেন তাও আবার ক্যামেরার সামনে, তা নিয়েই জোর জল্পনা শুরু হয়েছিল।