'একটা ছবি করেই কুইন লক্ষ্মীবাঈ, তবে হৃত্বিকও আকবর', বিস্ফোরক প্রকাশ রাজ

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত নিয়ে মুখ খুলতেই বিতর্কের মুখে বলিউড কুইন। এরাধিক কঠিন পরিস্থিতির সন্মুখীন হতে হচ্ছে বলিউডের এই হট ডিভাকে। সম্প্রতি তাঁর সঙ্গে ঘটে যাওয়া একের পর এক ঘটনাই তাঁকে রেখেছে এখন শিরোনামে। কঙ্গনার পরিস্থিতি যতটা নজর কেড়েছে, ঠিক ততটাই বিতর্ক সৃষ্টি করে কঙ্গনার মন্তব্য। এবার অভিনেত্রীকে তোপ গাদলেন প্রকাশ রাজ...

Jayita Chandra | Published : Sep 13, 2020 6:54 AM IST / Updated: Sep 13 2020, 12:29 PM IST
18
'একটা ছবি করেই কুইন লক্ষ্মীবাঈ, তবে হৃত্বিকও আকবর', বিস্ফোরক প্রকাশ রাজ

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে মুখ খুলতেই তোপের শিকার কঙ্গনা রানাওয়াত। স্বজন পোষণ থেকে শুরু করে বলিউড মাফিয়া, কঙ্গনার নিশানাতে বলিউড তারকারা। 

28

এর পর থেকেই বদলে যেতে থাকে সমীকরণ। কঙ্গনাকে ঘিরে একের পর এক মন্তব্য ছড়িয়ে পড়ে বিটাউনে। 

38

কঙ্গনা রানাওয়াত পরিস্থিতির দিকে তাকিয়ে মন্তব্য করে বসেন মুম্বই পাক অধিকৃত কাশ্মীর। এরপর তা অস্ত্র করেই নিশানাতে কঙ্গনা। 

48

ভেঙে ফেলা হয় তাঁর মুম্বইয়ের অফিস। দুটি এফ আই আরও দায়ের করা হয় তাঁর নামে। যদিও পরিস্থিতির সঙ্গে লড়াই করতে রাজি তিনি। 

58

এরপরই কঙ্গনা মন্তব্য করেন, তিনি ঝাঁসির রানি, লড়াইটা তাঁরা জানা রয়েছে। সর্বত্র তা ছড়িয়ে পড়ে। 

68

এবার কঙ্গনার এমনই মন্তব্যকে ট্রোল করলেন অভিনেতা প্রকাশ রাজ। তাঁ কথায় কঙ্গনা যদি একটা ছবি করে ঝাঁসি হয়ে ওঠে, তাহলে অনেকেই অনেক কিছু। 

78

হৃত্বিক রোশন আকবর। আমির খানও তাহলে ছবি করার পর মঙ্গল পান্ডে। 

88

এখানেই শেষে নয়, প্রসঙ্গে টেনে তিনি দীপিকা পাড়ুকোনকেও বলেন, যে তিনি পদ্মাবতী। 

Share this Photo Gallery
click me!

Latest Videos