বোতাম লাগাতে ভুলে গেলেন, বেখেয়ালে জনসমক্ষে স্পষ্ট অন্তর্বাস, হুঁশ ফিরতেই বক্ষ ঢাকলেন প্রিয়ঙ্কা

ছোট অন্তর্বাস থেকে শুরু করে উন্মুক্ত বক্ষযুগল, একাধিকবার পোশাক বিতর্কে সামিল হয়েছে প্রিয়ঙ্কা চোপড়ার নাম। ফ্যাশন স্টেটমেন্টে তিনি ঝড় তুললেও, কোথাও যেন ট্রোলারদের নজর এড়িয়ে যাওয়া সম্ভবপর নয়। ফলে আবারও পোশাক ও ফ্যাশন বিতর্কে পিগি চপস। 

Jayita Chandra | Published : Mar 11, 2021 10:59 AM
110
বোতাম লাগাতে ভুলে গেলেন, বেখেয়ালে জনসমক্ষে স্পষ্ট অন্তর্বাস, হুঁশ ফিরতেই বক্ষ ঢাকলেন প্রিয়ঙ্কা

উন্মুক্ত বক্ষে পোজ, পোশাকে খোলামেলা জনসমক্ষে ধরা দেওয়া প্রিয়ঙ্কা চোপড়ার জন্য নতুন কোনো খবর নয়। 

210

সেই পোশাককে জড়িয়ে একাধিকবার খবরের শিরোনামেও জায়গা করে নিয়ে থাকেন প্রিয়ঙ্কা চোপড়া। 

310

কখনও সামনে উঠে আসে ব়্যাম্পে প্রিয়ঙ্কার নয়া লুকের ইউনিক পোশাক, কখনও আবার তাঁর লুক। 

410

নিকের সঙ্গে নাভি পর্যন্ত পরা নেকলাইন পোশাকে ঝড় তুলেছিলেন প্রিয়ঙ্কা। যা রীতিমত ট্রোল হয়েছিল নেট দুনিয়ায়। 

510

উন্মুক্ত বক্ষের ক্লিভেজ প্রিয়ঙ্কার কাছে নতুন কিছু নয়। তিনি খুব সাবলীলভাবেই এই ধরনের পোজ দিয়ে থাকেন। 

610

সম্প্রতি সামনে এলো আরও এক ছবি, যা অসাবধানতার কারণেই ভাইরাল হয়ে ওঠে। সাদা পোশাকে রাস্তায় প্রিয়ঙ্কা। 

710

আপাদমস্তক ঢাকা থাকলেও উন্মুক্ত বক্ষের বোতাম। যা তিনি হয়তো প্রথম অবস্থায় খেয়াল করেননি। 

810

ফলে পাশ থেকে নজরে পড়ল ভেতরের অন্তর্বাস, স্তনের বেশিরভাগ অংশই ফ্রেমবন্দি, খানিকক্ষণের মধ্যেই তা খেয়াল করেন প্রিয়ঙ্কা। 

910

এরপর তা হাত দিয়ে ঢেকে নিয়ে আবারও পথ চলতে শুরু করেন প্রিয়ঙ্কা। যদিও ওয়াড্রব ম্যালফাংশন প্রিয়ঙ্কার কাছে নতুন কিছু নয়। 

1010

একাধিকবার অন্তর্বাস নিয়ে সমস্যায় পড়তে দেখা যায় পিগিচপসকে। এই ছবি মুহূর্তে ভক্তমহলের নজর কেড়ে হয়ে ওঠে ভাইরাল।  

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos