একরত্তিকে বাড়িতে ফেলে শপিংয়ে ব্যস্ত প্রিয়ঙ্কা, মাতৃত্ব নিয়ে চরম কটাক্ষের শিকার দেশি গার্ল

চলতি বছরের  ২২ জানুয়ারি সারোগেসির মাধ্যমে কন্যাসন্তানের মা হয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া।  গভীর রাতেই সুখবর দিয়েছেন বলি অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া  (Priyanka Chopra)। মা  হওয়ার পর থেকেই প্রিয়ঙ্কাকে ঘিরে অনুরাগীদের কৌতুহল তুঙ্গে।  তাদের সন্তানকে একঝলক দেখার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা, এখানেই শেষ নয়, সন্তানের নাম কী রাখলেন, তাও বারবার জানতে চাইছেন।মা হওয়ার পর থেকে যেন আরও বেশি করে নেটিজেনদের নজরে রয়েছেন বলি তারকা। অভিনেত্রীর প্রতিটা মুহূর্তের আপডেট জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা। তবে নিক ও প্রিয়ঙ্কা মেয়ের পুরো বিষয়টাই গোপনীয়তার মধ্যে রাখতে চাইছেন। সম্প্রতি লস অ্যাঞ্জেলসের শপিং মলে শপিং করতে দেখা গেল প্রিয়ঙ্কাকে। পাপারাৎজির ক্যামেরায় প্রিয়ঙ্কাকে  দেখা গেলেও স্বামী নিক জোনাস কিংবা তাদের একরত্তিকে দেখা মিলল না। ফের মা হওয়া নিয়ে চরম কটাক্ষের মুখে পড়লেন প্রিয়ঙ্কা চোপড়া, উঠল মাতৃত্ব নিয়ে একাধিক প্রশ্ন। 

Riya Das | Published : Mar 5, 2022 8:35 AM
19
একরত্তিকে বাড়িতে ফেলে শপিংয়ে ব্যস্ত প্রিয়ঙ্কা, মাতৃত্ব নিয়ে চরম কটাক্ষের শিকার দেশি গার্ল

প্রিয়ঙ্কা চোপড়া ও নিক জোনাস সর্বদাই শিরোনামে থাকেন। মা হলেন প্রিয়ঙ্কা চোপড়া । প্রিয়ঙ্কার কোলে এসেছে ফুটফুটে কন্যাসন্তান (Priyanka Chopra)। প্রিয়ঙ্কা চোপড়ার মা হওয়ার খবর পেয়েই শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন বি-টাউনের সেলিব্রিটি থেকে অনুরাগীরা। একরত্তিকে দেখার জন্য মুখিয়ে রয়েছে ভক্তমহল।

29

বছর ৪০ এর কোঠায় হলেও বয়স যে নিছকই একটা সংখ্যামাত্র, তা চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিলেন বলিউডের দেশি গার্ল প্রিয়ঙ্কা  চোপড়া  (Priyanka Chopra) । সারোগেসির মাধ্যমে কন্যাসন্তানের মা হলেন প্রিয়ঙ্কা চোপড়া। 

39


মা  হওয়ার পর থেকেই প্রিয়ঙ্কাকে (Priyanka Chopra) ঘিরে অনুরাগীদের কৌতুহল তুঙ্গে।  তাদের সন্তানকে একঝলক দেখার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা, এখানেই শেষ নয়, সন্তানের নাম কী রাখলেন, তাও বারবার জানতে চাইছেন। তবে নিক ও প্রিয়ঙ্কা মেয়ের পুরো বিষয়টাই গোপনীয়তার মধ্যে রাখতে চাইছেন।

49

সম্প্রতি লস অ্যাঞ্জেলসের শপিং মলে শপিং করতে দেখা গেল প্রিয়ঙ্কাকে(Priyanka Chopra)। পাপারাৎজির ক্যামেরায় প্রিয়ঙ্কাকে  দেখা গেলেও স্বামী নিক জোনাস কিংবা তাদের একরত্তিকে দেখা মিলল না। ফের মা হওয়া নিয়ে চরম কটাক্ষের মুখে পড়লেন প্রিয়ঙ্কা চোপড়া, উঠল মাতৃত্ব নিয়ে একাধিক প্রশ্ন। 

59

একদম ক্যাজুয়াল লুকে ধরা দিলেন প্রিয়ঙ্কা চোপড়া। পরনে ব্লু ডেনিম এবং  গ্লোবাল সিটিজেন ফেস্টিভ্যাল-এর স্লিভলেস টি-শার্চ। তবে ঠান্ডা থেকে বাঁচার জন্য গায়ে একটা জ্যাকেটও চড়িয়েছিলেন নতুন মা প্রিয়ঙ্কা (Priyanka Chopra)।  চোখে কালো রোদচশমা এবং ঝোলা ব্যাগ নিয়ে শপিং মল থেকে বেরোতে দেখা গেল প্রিয়ঙ্কাকে।

69


তবে প্রিয়ঙ্কাকে (Priyanka Chopra) দেখে ভালবাসা উজাড় করে দিলেও নেটপাড়ার একাংশের রোষের মুখে  পড়লেন দেশি গার্ল । নেটিজেনরা প্রশ্ন করলেন তার বাচ্চটা কোথায়, কেউ কেউ চিন্তা করে বলেছেন, দুধের শিশুটার দেখভাল কে করছে, ন্যানি?

79

একরত্তিকে বাড়িতে রেখে শপিং  মলে আসায় বেশ কিছু মানুষের বাঁকা নজরে পড়েছেন প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra)। তবে তিনি কিছু না বললেও তার ভক্তরা তাকে উচিত জবাব দিয়েছেন। একজন পাল্টা বলেছেন তুমি কি সব জায়গায় তোমার মায়ের সঙ্গে যেতে। মায়েদেরও কিছু সময় ব্রেক নেওয়ার দরকার আছে। বাচ্চা হয়তো বাবার কাছে রয়েছে।
 

89


সূত্র থেকে আরও জানা গেছে, এপ্রিল মাসে সন্তানের জন্ম হবে ভেবে একাধিক ছবির কাজ হাতে নিয়েছিলেন প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra) । কিন্তু জানুয়ারি মাসেই সন্তান জন্মানোর ফলে পূর্ব পরিকল্পিত সমস্ত কাজ থেকে বিরতি নিয়েছেন নতুন মা। এমনকী পরবর্তী ছবির কাজও নাকি পিছিয়ে দিয়েছেন প্রিয়ঙ্কা, তেমনটাই জানা যাচ্ছে।


 

99


 প্রিয়ঙ্কার ঘরে এল নতুন অতিথি। সন্তানের সুখবর দিয়েই প্রিয়ঙ্কা (Priyanka Chopra) সকলকে জানিয়েছেন, তাদের ব্যক্তিগত জীবন নিয়ে বাড়তি যেন কোনও কৌতুহল না দেখানো হয়। সুস্থ-সুন্দর সন্তান যেন তাদের দাম্পত্যে আলো করে থাকে। এটাই আপাতত নিয়াঙ্কার ইচ্ছে। 

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos