'আমি সমস্ত গন্ডি পেরিয়ে গিয়েছি', কী এমন হয়েছিল প্রিয়ঙ্কার সঙ্গে, বিস্ফোরক মন্তব্যে শোরগোল

Published : Nov 26, 2020, 04:21 PM ISTUpdated : Nov 26, 2020, 04:22 PM IST

অভিনয় থেকে সম্পর্ক সবেতেই  খবরের শিরোনামে থাকেন প্রথম সারির অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া । বি-টাউনের পাশাপাশি হলিউডেও জনপ্রিয় প্রিয়ঙ্কা। মাত্র ১৮ বছরের কেরিয়ারে একাধিক সুপারহিট ছবিও রয়েছে তার ঝুলিতে। প্রেম থেকে বিচ্ছেদ- যেন রূপকথার কাহিনি। অক্ষয় কুমার থেকে শাহরুখই শুধু নয়, প্রিয়ঙ্কার প্রেমে হাবুডুবু খেয়েছেন বিদেশি প্রেমিকও। কিন্তু কারোর সঙ্গেই পরিণতি পায়নি সম্পর্ক। এমনকী সাফল্য পাওয়ার পরই সম্পত্তির প্রলোভনে একাধিক প্রেমিককে নির্দ্বিধায় ভুলে গেছিলেন প্রিয়ঙ্কা। বর্তমানে নিজের চেয়ে বয়সে ১০ বছরের ছোট হলিউড পপ তারকা নিক জোনাসকে বিয়ে করে লস অ্যাঞ্জেলসে রয়েছেন বলি অভিনেত্রী প্রিয়ঙ্কা। একাধিক সম্পর্কে জড়িয়ে আজও লাইমলাইমের শীর্ষে 'দেশি গার্ল'।  

PREV
17
'আমি সমস্ত গন্ডি পেরিয়ে গিয়েছি', কী এমন হয়েছিল প্রিয়ঙ্কার সঙ্গে, বিস্ফোরক মন্তব্যে শোরগোল

 দেশি গার্লের বয়ফ্রেন্ডের সংখ্যাটা নেহাতই কম নয়, যা শুনলে হয়তো  অনেকেরই চোখ কপালে উঠবে। একের পর এক প্রেম এসেছে প্রিয়ঙ্কার জীবনে। সকলকেই গ্রহণ করেছিলেন পিসি।

27

অক্ষয় কুমারের সঙ্গে বিচ্ছেদের পরই হরমন বাওয়েজার-এর সঙ্গে ডেটিং করছিলেন প্রিয়ঙ্কা। একটি ছবিতেও একসঙ্গে দেখা গিয়েছিল হরমন ও প্রিয়ঙ্কাকে।

37


ছবিটি ফ্লপও করেছিল। এহেন পরিস্থিতিতে হরমনের ডুবে যাওয়া কেরিয়ার দেখে প্রিয়ঙ্কাও তার সঙ্গে সম্পর্ক শেষ করেছিল।

47


প্রথম চলচ্চিত্রের সেটে প্রেম শুরু হলেও দ্বিতীয় চলচ্চিত্র শেষেই তারা আলাদা হয়ে গেছে।

57

বিচ্ছেদের কারণ হিসেবে নানা কথা শোনা গেলে সাক্ষাৎকারে হরমন জানিয়েছিলেন,আমি নিজেকে দোষ দিয়েছি। আমাকে সময় দেওয়া হলেও আমি পারিনি।

67


বিচ্ছেদের পরও তাদের মধ্যে ভাল সম্পর্ক রয়েছে। এমনকী এখনও দুজনেই ভাল বন্ধু।

77


মার্কিন পপ তারকা নিক জোনাসের আগেও প্রিয়ঙ্কার অন্য এক বিদেশি প্রেমিক ছিল। নিকের আগে জেরার্ড বাটলার এর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন প্রিয়ঙ্কা চোপড়া।

click me!

Recommended Stories