হলিউড পপ তারকা নিক জোনাস স্কুলে পড়াকালীন ১৪ বছর বয়সে প্রথম প্রেমে পড়েছিলেন। এবং ১ বছর তার সঙ্গে সম্পর্কে ছিলেন নিক।
212
নিক জোনাসের প্রথম প্রেম ছিল মাইলি সাইরাস। আমেরিকান গায়িকা তথা ডিজনি তারকা মাইলি-ই ছিল নিকের প্রথম প্রেম। মাইলি প্রথম মেয়ে যাকে নিক জোনাস চুম্বন করেছিলেন।
312
একটি সাক্ষাৎকারে নিক জানিয়েছিলেন, রান্নাঘরের বাইরে প্রথম মাইলিকে চুন্বন করেছিলেন নিক।
412
মাইলির সঙ্গে সম্পর্কও বেশিদিন টেকেনি। তারপরই সেলিনা গোমজের সঙ্গে সম্পর্কে জড়ান নিক। সেই সম্পর্কও খুব বেশিদিন স্থায়ী হয়নি।
512
২০১১ সালে অষ্ট্রেলিয়ান গায়িকা ডেল্টার প্রেমে পরেন নিক। মাত্র ১০ মাস পরেই তাদের ব্রেকআপ হয়েছিল। ডেল্টাও ৪ বছরের বড় ছিল নিকের থেকে। সেই সম্পর্কে বেশিদিন টেকেনি।
612
২০১৩ সালে জনপ্রিয় ফ্যাশন মডেল অলিভিয়ার প্রেমে পড়েন পপতারকা। সেই সম্পর্কও ২ বছরের বেশি স্থায়ী হয়নি। ২০১৫ সালে সম্পর্কে ভাঙন ধরে। তবে কি নাবালক অবস্থাতেই সঙ্গমে মজেছিলেন নিক, তা নিয়েও উঠেছে একাধিক প্রশ্ন।
712
৪ বিদেশির পর অবশেষে নিকের জীবনে আসে দেশি গার্ল প্রিয়ঙ্কা চোপড়া। গ্রিসেই প্রথম বিয়ের প্রস্তাব পেয়েছিলেন প্রিয়ঙ্কা।
812
বর্তমানে নিজের চেয়ে বয়সে ১০ বছরের ছোট হলিউড পপ তারকা নিক জোনাসকে বিয়ে করে লস অ্যাঞ্জেলসে রয়েছেন বলি অভিনেত্রী প্রিয়ঙ্কা।
912
নিক জোনাস ও প্রিয়ঙ্কা চোপড়া দুজনেই বিলাসবহুল জীবনধারা পছন্দ করেন। গাড়ি থেকে বাংলো পুরোটাই স্বপ্নের মতো।
1012
প্রায় ২০০ কোটিরও বেশি সম্পত্তির মালিক প্রিয়ঙ্কা চোপড়া। সেইদিক থেকে নিক জোনাসের সম্পত্তির পরিমাণ ১৭৫ কোটি।
1112
কিছুদিন আগেই তাদের কিছু ছবি ভাইরাল হয়েছিল। যা প্রকাশ্যে আসতেই প্রিয়ঙ্কা অন্তঃসত্ত্বা এই খবর রটে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। যদি সেই খবর প্রিয়ঙ্কার মা উড়িয়ে দিয়েছেন।
1212
তবে প্রিয়ঙ্কা জানিয়েছেন, খুব শীঘ্রই তিনি পরিবার পরিকল্পনা করতে চান। শুধু সঠিক সময়ের অপেক্ষায় রয়েছেন তিনি।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।