হলিউডে গিয়ে কি কমল ছবির অফার, অভিনয় নয়, এবার হট ওয়েটারের ভুমিকায় প্রিয়ঙ্কা

Published : Jul 12, 2021, 09:20 AM ISTUpdated : Jul 12, 2021, 10:37 AM IST

প্রিয়ঙ্কা চোপড়া, এক কথায় বলতে গেলে এই হট ডিভার প্রতিটা স্টেপই থাকে সার্ভে লেন্সের আওতায়। বলিউড থেকে হলিউড, দাপিয়ে বেড়াচ্ছেন এখন পিগি চপস। কিন্তু কোথাও গিয়ে কি দিনে দিনে গুরুত্ব হারাচ্ছেন তিনি! কেন রেস্তোরাঁর ওয়েটার হতে হল তাঁকে!

PREV
17
হলিউডে গিয়ে কি কমল ছবির অফার, অভিনয় নয়, এবার হট ওয়েটারের ভুমিকায় প্রিয়ঙ্কা

প্রিয়ঙ্কা চোপড়া, সদ্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন তাঁর হট লুকের ছবি। সাদা পোশাকে ভাইরাল পিগি চপস। 

27

রেস্তোরাঁর মাঝে, হাতে মেনু, মকটেল গ্লাস, খাবার। এ কি হাল হল প্রিয়ঙ্কার, অবার ভক্তরা। 

37

তবে কি ছবির অভাবে বিদেশে এই পরিণতি পিগি চপসের, না, তা মোটেও নয়। 

47

এই সাজ প্রিয়ঙ্কার তাঁর নিজের রেস্তোরাঁ সোনার জন্য উইকএন্ডে সেখানে উপচে পড়া ভিড়। নিউ ইয়র্কে সদ্য প্রিয়ঙ্কা তৈরি করেছেন এই রেস্তোরা। 

57

অবসরে সেখানে পৌঁছে যান প্রিয়ঙ্কা চোপড়া। বেশ কিছুটা সময় কাটান তিনি অতিথিদের সঙ্গে। 

67

পোজ দিয়ে খাবার হাতে তুললেন ছবিও। সেই ছবি শেয়ার হতেই তা মুহূর্তে ভাইরাল নেট পাড়ায়। 

77

সদ্য এই রেস্তোরাঁ খুলেছেন প্রিয়ঙ্কা, নিজে হাতে তা সাজানো থেকে উদ্বোধন, সবটাই করেছেন, বর্তমানে তা পাল্লা দিয়ে সামলাচ্ছেনও তিনি। 

click me!

Recommended Stories