স্তন থেকে নিতম্ব সবই চাই 'Perfect', 'প্লাস্টিক সার্জারি' নিয়ে বিস্ফোরক প্রিয়ঙ্কা চোপড়া

Published : Feb 09, 2021, 12:05 PM ISTUpdated : Feb 15, 2021, 06:34 PM IST

বলি অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়াকে নিয়ে সরগরম বি-টাউন। তবে শুধু বি-টাউনই নয়, হলিউডেও বেশ পরিচিত বলিউডের দেশি গার্ল। সম্প্রতি সাক্ষাৎকারে নিজের আত্মজীবনী 'আনফিনিশড'  নিয়ে আলোচনা করতে গিয়ে  প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন প্রিয়ঙ্কা চোপড়া। 

PREV
18
স্তন থেকে নিতম্ব সবই চাই 'Perfect',  'প্লাস্টিক সার্জারি' নিয়ে বিস্ফোরক প্রিয়ঙ্কা চোপড়া

বলি অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়াকে নিয়ে সরগরম বি-টাউন। তবে শুধু বি-টাউনই নয়, হলিউডেও বেশ পরিচিত বলিউডের দেশি গার্ল। সম্প্রতি সাক্ষাৎকারে নিজের আত্মজীবনী 'আনফিনিশড' নিয়ে আলোচনা করতে গিয়ে প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন প্রিয়ঙ্কা চোপড়া।

28

সম্প্রতি সাক্ষাৎকারে নিজের আত্মজীবনী 'আনফিনিশড'  নিয়ে আলোচনা করতে গিয়ে  প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন প্রিয়ঙ্কা চোপড়া। 
 

38


প্রিয়ঙ্কার নিজের বইয়ে প্লাস্টিক সার্জারি নিয়ে কোনও কথা বলছেন কিনা জানতে চাওয়া হয়েছিল প্রিয়ঙ্কার কাছে সেই প্রসঙ্গেই  প্রিয়ঙ্কা জানিয়েছেন, প্লাস্টিক সার্জারির বিষয়ে সাফাই দেওয়ার জন্য বইটি লিখিনি। জীবনের মাইলফলকগুলি নিয়ে লিখেছি।

48


দেখতে দেখতে অনেক বছর ইন্ডাস্ট্রিতে কাটিয়ে ফেলেছেন প্রিয়ঙ্কা চোপড়া। অভিজ্ঞতার সঙ্গে বয়স ও বাড়ছে। আগের চেয়ে অনেকটাই পরিণত প্রিয়ঙ্কা। তাই যে কোনও বিষয় নিয়েই অকপট প্রিয়ঙ্কা।

58

নিজের জীবনের বিশেষ অধ্যায়গুলিকে বইয়ের পাতায় সাজিয়েছেন দেশি গার্ল।

68


সালটা ২০০০। বিশ্বসুন্দরী হওয়ার পরে পরিচালকের সঙ্গে দেখা করার অভিজ্ঞতা তুলে ধরেছেন প্রিয়ঙ্কা চোপড়া।

78


প্রিয়ঙ্কা জানিয়েছেন, এক পরিচালক তাকে ফিগার কারেকশনের জন্য অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছিলেন। এমন কিছু বিষয় নিজের মনের মধ্যে রেখে দিয়েছিল, যা নষ্ট করে দিয়েছে প্রিয়ঙ্কাকে।

88


স্তন থেকে নিতম্ব সবকিছুই যেন হওয়া চাই পারফেক্ট। তাই লস অ্যাঞ্জেলসে চিকিৎসকের কাছে যাওয়ারও পরামর্শ দিয়েছিল প্রিয়ঙ্কাকে। যা আজও ভুলতে পারেনি প্রিয়ঙ্কা চোপড়া।
 

click me!

Recommended Stories