বুড়িয়ে যাচ্ছেন, বক্ষ-বিভাজিকায় মন গলছে না, নেটিজেনদের কটাক্ষে কীভাবে ঘুরে দাঁড়িয়েছিলেন প্রিয়ঙ্কা

বয়স মাত্র ১৭। এই ছোট বয়স থেকেই গ্ল্যামার ওয়াল্ডের সঙ্গে যুক্ত রয়েছেন বলি অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া। সেই তখন থেকে এখনও পর্যন্ত প্রিয়ঙ্কার শরীরের প্রতিটি ভাঁজ নিয়ে চর্চা চলেই আসছে। বয়সের সঙ্গে সঙ্গে বদলাচ্ছে শরীরের গড়ন, তার ছাপও শরীরে স্পষ্ট। এক সময়ে শরীর নিয়ে বয়স্ক বুড়িরও তকমা জুটেছিল। নেটিজেনদের কদর্য আক্রমণে মনের উপর প্রভাব ফেলেছিল। এবং তারপরই ঘুরে দাঁড়িয়েছেন অভিনেত্রী। কীভাবে সম্ভব হয়েছিল, জানালেন নিজেই।
 

Riya Das | Published : Oct 8, 2021 4:27 AM IST
19
বুড়িয়ে যাচ্ছেন, বক্ষ-বিভাজিকায় মন গলছে না, নেটিজেনদের কটাক্ষে কীভাবে ঘুরে দাঁড়িয়েছিলেন প্রিয়ঙ্কা

১৭ বছর বয়স থেকেই গ্ল্যামার ওয়াল্ডের সঙ্গে যুক্ত রয়েছেন বলি অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra)। বয়সের সঙ্গে সঙ্গে বদলাচ্ছে শরীরের গড়ন, তার ছাপও শরীরে স্পষ্ট। পুরো ব্যাপারটির সঙ্গে মানিয়ে নিয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া।

29

শরীর নিয়ে কাটাছেড়া করতে সিদ্ধহস্ত প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra)। এবার নিজের শরীর নিয়ে অকপট আলোচনায় বলিউডের দেশি গার্ল। কেরিয়ারের শুরু থেকে এখনও পর্যন্ত প্রিয়ঙ্কার শরীরের প্রতিটি ভাঁজ নিয়ে চর্চা চলেই আসছে। 

39


বয়সের সঙ্গে সঙ্গে বদলাচ্ছে শরীরের গড়ন, তার ছাপও শরীরে স্পষ্ট। পুরো ব্যাপারটির সঙ্গে মানিয়ে নিয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra)। এক সময়ে শরীর নিয়ে বয়স্ক বুড়িরও তকমা জুটেছিল। নেটিজেনদের কদর্য আক্রমণে মনের উপর প্রভাব ফেলেছিল। এবং তারপরই ঘুরে দাঁড়িয়েছেন অভিনেত্রী।

49

বর্তমানে প্রিয়ঙ্কার বয়স ৩৮ বছর। অভিনেত্রী জানিয়েছেন, আজ থেকে ১০ কিংবা ২০ বছর আগে তার শারীরিক গঠন যেমন ছিল, তা আর তেমনটা  নেই। 

59

তার শরীর নিয়ে নানান সমালোচনা ও কুরুচিকর মন্তব্য  মানসিকভাবেই তাকে আঘাত করেছিল। তবু বিষয়গুলির সঙ্গে মানিয়ে নিয়ে নিজের লক্ষ্যে স্থির প্রিয়ঙ্কা।

69

 প্রিয়ঙ্কা জানিয়েছেন, বয়স যত বাড়ছে, সেই মতোই শারীরিক গড়নও বদলে যাচ্ছে তবে বর্তমান শরীরের তো যত্ন নিতে হয় তাই পুরোনো সময়ে কী ছিল তা ভেবে আর লাভ নেই।

79


প্রিয়ঙ্কা বলেছেন, ৩০-এ পৌঁছতেই শরীরে বেশ কিছু পরিবর্তন শুরু হয়। অনেকেই তখন বলতে শুরু করে, আপনাকে অন্যরকম লাগছে। আপনাকে অনেকটাই বয়স্ক লাগছে। এবং সেই সময়টাতে সোশ্যাল মিডিয়ার সঙ্গেও সম্পর্ক বদলে গিয়েছিল প্রিয়ঙ্কার।

89


অভিনেত্রী আরও জানান, ওই সময়টাতে একটা খোলসের মধ্যে ঢুকে পড়েছিলেন প্রিয়ঙ্কা। তবে তারপর তিনি ঘুরে দাঁড়িয়েছেন। নিজেই নিজের সঙ্গে লড়াই করেছেন।

99

রাত ১ টার সময়ে পিৎজা খেতে ইচ্ছা করলে তিনি সেটাই করেছেন। নিজের মন যা চেয়েছে তাই  করেছেন এবং তাই খেয়েছেন। যদিও বর্তমানে প্রিয়ঙ্কা চোপড় পুরোপুরি নিরামিষাসী হয়ে গিয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া।
 

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos