110
করোনার আক্রান্তের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। এমনই পরিস্থিতিতে দেশের মধ্যে লক ডাউন জাড়ি করা হয়েছে সরকারের পক্ষ থেকে।
Subscribe to get breaking news alertsSubscribe 210
অবসরেই সময় কাটছে তারকাদে। এমনই পরিস্থিতিতে প্রিয়ঙ্কা ও নিক কি সন্তান নিয়ে কোনও পরিকল্পনা করছেন!
310
এমনই প্রশ্নের মুখে সম্প্রতি পড়তে হয় প্রিয়ঙ্কা চোপড়াকে। সন্তান নিয়ে কী ভাবছেন প্রিয়ঙ্কা, এতদিন পর মৌনতা ভাঙলেন অভিনেত্রী।
410
নিক প্রিয়ঙ্কার বিয়ে হয়েছে দু বছর অতিক্রম। তাঁদের মধ্যে বয়সের ফারাক বিস্তর। কিন্তু তাকে বুড়ো আঙুল দেখিয়েই দিব্যি আছেন তাঁরা।
510
সন্তান নিয়েও পরিকল্পনা আছে তাঁদের। সম্প্রতি প্রিঙ্কা জানান, সন্তান তাঁরা নেবেন। তবে সময় হলে। এখন তিনি ব্যস্ত রয়েছেন।
610
প্রিয়ঙ্কা চোপড়া প্রথম থেকেই নিজের কেরিয়ার নিয়ে সচেতন। প্রথম থেকেই তিনি লক্ষ্যে স্থির। এখনও তার ব্যতিক্রম হবে না।
710
এখনই কোনও সিদ্ধান্ত নিচ্ছেন না দুই তারকা। তাঁরা ব্যস্ত রয়েছেন বেশ কয়েকটি ভিডিও গানের শ্যুট নিয়ে।
810
লক ডাউন মিটলেই কাজে হাত দেবেন তাঁরা। ঈশ্বর চাইলেই হবে। তবে এখনই এই বিষয় কোনও সিদ্ধান্তই নেননি তাঁরা। বাড়িতে কোয়ারেন্টাইনে রয়েছেন নিক-প্রিয়ঙ্কা।
910
একসঙ্গে কাটাচ্ছেন সময়। শরীরচর্চায় নজর দিয়েছেন দুই তারকা। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সেই সব ছবিও।
1010
সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে সকলকে সতর্ক থাকতে বলেছেন সব তারকাই। বাদ পড়েননি প্রিয়ঙ্কা চোপড়া।