একটা প্রমোশনাল পোস্টের জন্য ৩ কোটি টাকা, ২৭-শে প্রিয়ঙ্কার বার্ষিক আয় জানলে আঁতকে উঠবেন

প্রিয়ঙ্কা চোপড়া। বি-টাউনই শুধু নয়, হলিউডে নিজের জায়গা পাকিয়ে নিয়েছেন অভিনেত্রী।  এবার ইনস্টাগ্রামে জনপ্রিয়তায় সেরার তালিকায় রয়েছেন অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া। হপার ইনস্টাগ্রাম রিচলিস্ট ইয়ার-এর তালিকায় ২৭ তম স্থানে রয়েছেন দেশি গার্ল। সূত্রের খবর, অ্যাপের প্রত্যেক প্রোমোশনাল পোস্টের জন্য ৩ কোটি টাকা নেন প্রিয়ঙ্কা, অভিনেত্রীর বার্ষিক আয় জানলে আঁতকে উঠবেন।

Riya Das | Published : Jul 2, 2021 5:59 AM IST
18
একটা প্রমোশনাল পোস্টের জন্য ৩ কোটি টাকা,  ২৭-শে প্রিয়ঙ্কার বার্ষিক আয় জানলে আঁতকে উঠবেন

হপার ইনস্টাগ্রাম রিচলিস্ট ইয়ার-এর তালিকায় ২৭ তম স্থানে রয়েছেন দেশি গার্ল।

28

এবার ইনস্টাগ্রামে জনপ্রিয়তায় সেরার তালিকায় রয়েছেন অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া। 
 

38

 সূত্রের খবর, অ্যাপের প্রত্যেক প্রোমোশনাল পোস্টের জন্য ৩ কোটি টাকা নেন প্রিয়ঙ্কা।
 

48

সম্প্রতি তারকা থেকে ক্রিকেট ব্যক্তিত্বদের বার্ষিক লিস্ট প্রকাশ করা হয়েছে। প্রোমোশনাল পোস্টের জন্য কে কত টাকা করে নেন সেটাও প্রকাশ্যে এসেছে।

58

গত বছর ২ লক্ষ ৭১ হাজার ডলার নিয়ে ১৯ তম স্থানে ছিলেন দেশি গার্ল। আগের তুলনায় অনেকটাই উপার্জন বৃদ্ধি পেয়েছে। যা অনেকটাই বেশি।

68

লিস্টের প্রথম স্থানে রয়েছেন ফুটবলার স্ক্রিস্টিয়ানো রোনাল্ডো। আবারও সেরার সেরা। ২৯৫ মিলিয়ার্স নিয়ে প্রতি প্রোমোশনাল পোস্টে ১১ কোটি টাকা চার্জ করেন রোনাল্ডো।

78

গত বছর ২৩ নম্বরে ছিলেন বিরাট কোহলি। কিন্তু এই বছর প্রিয়ঙ্কার স্থান দখল করে ১৯ নম্বরে উঠে এসেছেন বিরাট কোহলি। প্রতি প্রোমোশনাল পোস্টে ৫কোটি টাকা চার্জ করেন বিরাট।

88

ইনস্টাগ্রামে অন্তর্বাসের ব্র্যান্ড ভিক্টোরিয়াস সিক্রেট-এর  নতুন মুখ হিসেবে রয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া।
 

Share this Photo Gallery
click me!

Latest Videos