'চরম যৌনমিলন যেন শেষ না হয়', সুখী দাম্পত্যে উদ্দাম সঙ্গমের টিপস দিলেন 'দেশি গার্ল' প্রিয়ঙ্কা

১০ বছরের ছোট হলিউডের পপ তারকা নিক জোনাসকে বিয়ে করে বলিউডের দেশি গার্ল প্রিয়ঙ্কা চোপড়া সর্বদাই পেজ থ্রি-র শিরোনামে। বি-টাউনই শুধু নয়, হলিউডেও বেশ পরিচিতি এই কাপল।  সম্প্রতি ভোগ অষ্ট্রেলিয়া-কে দেওয়া এক সাক্ষাৎকারে  সুখী দাম্পত্যের টিপস দিলেন প্রিয়ঙ্কা। কীভাবে প্রথম দিনের মতোই তার  সম্পর্ক উষ্ণ রয়েছে, এবং কীভাবেই বা রাতের যৌনতা ধরে রাখেন দেশি গার্ল,  তা খোলসা করলেন নায়িকা।

Riya Das | Published : May 26, 2021 4:29 AM IST
18
'চরম যৌনমিলন যেন শেষ না হয়', সুখী দাম্পত্যে উদ্দাম সঙ্গমের টিপস দিলেন 'দেশি গার্ল' প্রিয়ঙ্কা

হলিউড পপ তারকা নিক জোনাস এবং বলি অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া প্রায়শই খবরের শিরোনামে থাকেন। বি-টাউনই শুধু নয়, হলিউডেও বেশ পরিচিতি এই কাপল। 

28

প্রিয়ঙ্কা চোপড়া এবং  নিক জোনাসের বেডরুম সিক্রেট জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা। সম্প্রতি ভোগ অষ্ট্রেলিয়া-কে দেওয়া এক সাক্ষাৎকারে  সুখী দাম্পত্যের টিপস দিলেন প্রিয়ঙ্কা। 

38

কীভাবে প্রথম দিনের মতোই তাদের সম্পর্ক উষ্ণ রয়েছে, এবং কীভাবেই বা রাতের যৌনতা ধরে রাখেন দেশি গার্ল,  তা খোলসা করলেন নায়িকা।

48


দুবছরের বিবাহিত জীবনে  কীভাবে প্রথম দিনের যৌনতা ধরে রেখে প্রিয়ঙ্কা, তা সকলের সঙ্গে শেয়ার করেছেন।

58

প্রিয়ঙ্কার মতে, সম্পর্ক ভাল রাখতে গেলে একে অপরকে সময় দেওয়া ভীষণ জরুরি। বিশেষ করে একে অপরকে বোঝা ভীষণ জরুরি। তাহলেই দুজনে মিলে ভাল সময় কাটানো যায়।

68

পাশাপাশি  নিজেদের বিয়ে নিয়ে মুখ খুলেছেন পিগি চপস। মাত্র দু মাসের মধ্যে কীভাবে সবটা সামলে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন প্রিয়ঙ্কা, তাও জানিয়েছেন নায়িকা।
 

78

পাশাপাশি  নিজেদের বিয়ে নিয়ে মুখ খুলেছেন পিগি চপস। মাত্র দু মাসের মধ্যে কীভাবে সবটা সামলে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন প্রিয়ঙ্কা, তাও জানিয়েছেন নায়িকা।
 

88


সাক্ষাৎকারে তিনি আরও জানিয়েছেন, নিক প্রিয়ঙ্কার এই মুখটা দেখতেই সবথেকে বেশি পছন্দ করে। নিকের মতে, স্বামী-স্ত্রীর মধ্যে এমন সম্পর্ক থাক উচিত, যেখানে একে অপরকে বিনা বন্ধন ছাড়াই ভালবাসা যায়।

Share this Photo Gallery
click me!

Latest Videos