খুল্লামখুল্লা রোম্যান্সে মজে নিক-প্রিয়ঙ্কা, নাতনিকে নিয়ে গোপন খবর ফাঁস মধু চোপড়ার

হলিউডের পপ তারকা নিক জোনাস এবং বলিউডের দেশি গার্ল প্রিয়ঙ্কা চোপড়াকে নিয়ে সবসময় সরগরম পেজ থ্রি-র পাতা। কীভাবে নেটিজেনদের নজর কাড়তে হয় তাতে বেশ সিদ্ধহস্ত দুজনে।
 চলতি বছরের  ২২ জানুয়ারি সারোগেসির মাধ্যমে কন্যাসন্তানের মা হয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া।  গভীর রাতেই সুখবর দিয়েছেন বলি অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া। মা  হওয়ার পর থেকেই প্রিয়ঙ্কাকে ঘিরে অনুরাগীদের কৌতুহল তুঙ্গে।  তাদের সন্তানকে একঝলক দেখার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা, এখানেই শেষ নয়, সন্তানের নাম কী রাখলেন, তাও বারবার জানতে চাইছেন। প্রথমবার মা হওয়ার পর ব্যক্তিগত জীবন নিয়েও ব্যস্ত রয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া। সন্তানের ছবি তো দূরের কথা, সন্তানের নাম কি রাখলেন তা জানাননি নিয়াঙ্কা জুটি। কড়া সতর্কতার মধ্যে সন্তানকে আগলে রেখেছে প্রিয়ঙ্কা চোপড়া। যদিও সূত্র থেকে জানা গিয়েছিল কন্যা সন্তান হয়েছে প্রিয়ঙ্কার। এবার নাতনিকে নিয়ে নতুন খবর ফাঁস করলেন প্রিয়ঙ্কা চোপড়ার মা মধু চোপড়া।
 

Riya Das | Published : Apr 2, 2022 8:05 AM IST
111
খুল্লামখুল্লা রোম্যান্সে মজে নিক-প্রিয়ঙ্কা, নাতনিকে নিয়ে গোপন খবর ফাঁস মধু চোপড়ার

 
প্রিয়ঙ্কা চোপড়া ও নিক জোনাস সর্বদাই শিরোনামে থাকেন।  মা হওয়ার পর থেকে যেন আরও বেশি করে নেটিজেনদের নজরে রয়েছেন বলি তারকা। অভিনেত্রীর প্রতিটা মুহূর্তের আপডেট জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা। তবে নিক ও প্রিয়ঙ্কা (Priyanka Chopra -Nick Jonas) মেয়ের পুরো বিষয়টাই গোপনীয়তার মধ্যে রাখতে চাইছেন।
 

211


বছর ৪০ এর কোঠায় হলেও বয়স যে নিছকই একটা সংখ্যামাত্র, তা চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিলেন বলিউডের দেশি গার্ল প্রিয়ঙ্কা  চোপড়া  (Priyanka Chopra -Nick Jonas)  । সারোগেসির মাধ্যমে কন্যাসন্তানের মা হয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া। বাবা হওয়ার খুশিতে আপ্লুত নিক জোনাস।

311


সন্তানকে নিয়ে গোপনীয়তা বজায় রেখেছেন প্রিয়ঙ্কা চোপড়া ও নিক জোনাস। সূত্র থেকে জানা গেছে, প্রিয়ঙ্কার কোলে এসেছে ফুটফুটে কন্যাসন্তান (Priyanka Chopra -Nick Jonas) । প্রিয়ঙ্কা চোপড়ার মা হওয়ার খবর পেয়েই শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন বি-টাউনের সেলিব্রিটি থেকে অনুরাগীরা। একরত্তিকে দেখার জন্য মুখিয়ে রয়েছে ভক্তমহল।

411

মা  হওয়ার পর থেকেই প্রিয়ঙ্কাকে (Priyanka Chopra -Nick Jonas)  ঘিরে অনুরাগীদের কৌতুহল তুঙ্গে।  তাদের সন্তানকে একঝলক দেখার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা, এখানেই শেষ নয়, সন্তানের নাম কী রাখলেন, তাও বারবার জানতে চাইছেন। তবে নিক ও প্রিয়ঙ্কা মেয়ের পুরো বিষয়টাই গোপনীয়তার মধ্যে রাখতে চাইছেন। 
 

511

প্রথমবার মা হওয়ার পর ব্যক্তিগত জীবন নিয়েও ব্যস্ত রয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া। সন্তানের ছবি তো দূরের কথা, সন্তানের নাম কি রাখলেন তা জানাননি নিয়াঙ্কা জুটি। কড়া সতর্কতার মধ্যে সন্তানকে আগলে রেখেছে প্রিয়ঙ্কা চোপড়া। যদিও সূত্র থেকে জানা গিয়েছিল কন্যা সন্তান হয়েছে প্রিয়ঙ্কার। এবার নাতনিকে নিয়ে নতুন খবর ফাঁস করলেন প্রিয়ঙ্কা চোপড়ার মা মধু চোপড়া (Priyanka Chopra -Nick Jonas)  ।
 

611


মা হওয়ার পর থেকে স্বামী নিক জোনাসের সঙ্গে লস অ্যাঞ্জেলসে রয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া। অভিনেত্রীর মা মধু চোপড়া রয়েছেন ভারতকে। এখনও পর্যন্ত নাতনির সঙ্গে দেখা হয়নি বলেই জানিয়েছেন মা মধু চোপড়া (Priyanka Chopra -Nick Jonas)  । যদিও এর কারণও খোলসা করে জানিয়েছেন অভিনেত্রী। 
 

711


মা হওয়ার পর থেকে স্বামী নিক জোনাসের সঙ্গে লস অ্যাঞ্জেলসে রয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া। অভিনেত্রীর মা মধু চোপড়া রয়েছেন ভারতকে। এখনও পর্যন্ত নাতনির সঙ্গে দেখা হয়নি বলেই জানিয়েছেন মা মধু চোপড়া (Priyanka Chopra -Nick Jonas)  । যদিও এর কারণও খোলসা করে জানিয়েছেন অভিনেত্রী। 
 

811


মধু চোপড়া আরও জানিয়েছেন,  আমি তো এখনও দেখিনি ওকে। আমি রয়েছি ভারতে আর ও রয়েছে লস অ্যাঞ্জেলসে। ও ভীষণই আনন্দে রয়েছে (Priyanka Chopra -Nick Jonas) । তবে এটুকুই বলতে পারি, চলতি বছরের মাঝামাঝি সময়ে দেখা হবে ওর সঙ্গে। তারপরেই ওকে নিয়ে সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারব।

911

 
প্রিয়ঙ্কা চোপড়ার মা মধু চোপড়া আগেও জানিয়েছিলেন,  এখনও পর্যন্ত নিক ও প্রিয়ঙ্কার সন্তানের কোনও নামকরণ করা হয়নি। পন্ডিতজি ভাল কোনও নাম বাছাই করুক, তারপরই সন্তানের নামকরণ করা হবে। তবে ভক্তরা কোনওভাবেই নিজেদের উত্তেজনা ধরে রাখতে পারছেন না। একটি বার একরত্তিকে দেখার জন্য মুখিয়ে রয়েছে (Priyanka Chopra -Nick Jonas) ।
 

1011


 স্থানীয় সংবাদসংস্থা সূত্রে জানা গিয়েছিল, জন্মের পর নিজের সন্তানকে কাছে পান না নিক-প্রিয়ঙ্কা (Priyanka Chopra -Nick Jonas) । জন্মানের সময়ের প্রায় ৩ মাস আগে সন্তানের জন্ম হয়েছে নিয়ঙ্কার। সেই কারণেই নিক-প্রিয়ঙ্কার কন্যাসন্তানকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখতে হয়েছিল। যদি এখন লস অ্যাঞ্জেলসের বাড়িতেই রয়েছে নিক-প্রিয়ঙ্কার একরত্তি সন্তান।
 

1111

সূত্র থেকে আরও জানা গেছিল, এপ্রিল মাসে সন্তানের জন্ম হবে ভেবে একাধিক ছবির কাজ হাতে নিয়েছিলেন প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra -Nick Jonas) । কিন্তু জানুয়ারি মাসেই সন্তান জন্মানোর ফলে পূর্ব পরিকল্পিত সমস্ত কাজ থেকে বিরতি নিয়েছেন নতুন মা। এমনকী পরবর্তী ছবির কাজও নাকি পিছিয়ে দিয়েছেন প্রিয়ঙ্কা, তেমনটাই জানা যাচ্ছে।
 

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos