৫০ বছর পেরিয়ে গেলেও আজও তিনি বলিউডের সিংহম। তার পুরুষালী চেহারা, গাম্ভীর্য, অভিনয় দক্ষতা সকলের থেকে তার আলাদা পরিচিতি তৈরি করেছে বি-টাউনে। তিনি বলিউড সুপারস্টার অজয় দেবগণ। ৫৩-তে পা দিলেন অজয় দেবগণ। বলিউডের সিংহমের প্রেমকাহিনি বহুলচর্চিত বিষয়। অনেক অভিনেত্রীর সঙ্গেই সম্পর্ক নিয়ে জলঘোলা কম হয়নি অজয়ের। এমমকী কাপুর পরিবারের বড় মেয়ে করিশ্মা কাপুরের সঙ্গে অজয়ের প্রেমের গুঞ্জন রয়েছে বলিউডে। তবে শুধু প্রেম নয়, তাদের ব্রেকআপও চর্চার কেন্দ্রবিন্দুতে। করিশ্মাকে স্টারকিড ভেবেই জীবনের সবচেয়ে বড় ভুল করেছিলেন অজয়, যার জন্য জীবনে ঘোর অন্ধকার নেমে এসেছিল অজয় দেবগণের। যদিও প্রেমের কেচ্ছা এখন অতীত। বর্তমানে বলি অভিনেত্রী কাজল বর্তমানে অজয় দেবগণকে বিয়ে করে চুটিয়ে সংসার করছেন। বলিউডের সেরা দম্পতি ও জুটির তকমা রয়েছে তাদের। জন্মদিনে জেনে নিন অজয়ের প্রেমের কেচ্ছা।
৫৩-তে পা দিলেন অজয় দেবগণ। ৫০ বছর পেরিয়ে গেলেও আজও তিনি বলিউডের সিংহম। তার পুরুষালী চেহারা, গাম্ভীর্য, অভিনয় দক্ষতা সকলের থেকে তার আলাদা পরিচিতি তৈরি করেছে বি-টাউনে। বর্তমানে বলি অভিনেত্রী কাজল বর্তমানে অজয় দেবগণকে বিয়ে করে চুটিয়ে সংসার করছেন। বলিউডের সেরা দম্পতি ও জুটির তকমা রয়েছে তাদের (Happy Birthday Ajay Devgn)।
210
বলিউডের সিংহমের প্রেমকাহিনি বহুলচর্চিত বিষয়। অনেক অভিনেত্রীর সঙ্গেই সম্পর্ক নিয়ে জলঘোলা কম হয়নি অজয়ের। এমমকী কাপুর পরিবারের বড় মেয়ে করিশ্মা কাপুরের সঙ্গে অজয়ের প্রেমের গুঞ্জন রয়েছে বলিউডে। তবে শুধু প্রেম নয়, তাদের ব্রেকআপও চর্চার কেন্দ্রবিন্দুতে। করিশ্মাকে স্টারকিড ভেবেই জীবনের সবচেয়ে বড় ভুল করেছিলেন অজয়, যার জন্য জীবনে ঘোর অন্ধকার নেমে এসেছিল অজয় দেবগণের (Happy Birthday Ajay Devgn)।
310
বলিউডের সিংহমের প্রেমকাহিনি বহুলচর্চিত বিষয়। অনেক অভিনেত্রীর সঙ্গেই সম্পর্ক নিয়ে জলঘোলা কম হয়নি অজয়ের। এমমকী কাপুর পরিবারের বড় মেয়ে করিশ্মা কাপুরের সঙ্গে অজয়ের প্রেমের গুঞ্জন রয়েছে বলিউডে। তবে শুধু প্রেম নয়, তাদের ব্রেকআপও চর্চার কেন্দ্রবিন্দুতে। করিশ্মাকে স্টারকিড ভেবেই জীবনের সবচেয়ে বড় ভুল করেছিলেন অজয়, যার জন্য জীবনে ঘোর অন্ধকার নেমে এসেছিল অজয় দেবগণের (Happy Birthday Ajay Devgn)।
410
স্টারকিড করিশ্মার সঙ্গে ব্রেক আপের জন্যই অজয়ের হাতছাড়া হয়ে গিয়েছিল বিগ বাজেটের একটি ছবি। 'সুহাগ' ছবির শুটিংয়ের সময় থেকেই তাদের সম্পর্কে ফাটল ধরে। সম্পর্ক ভাঙার জন্য শুটিং সেটে নানা অসুবিধা মধ্যে পড়তে হয়েছিল পরিচালককে। কারণ সম্পর্কের ফাটল প্রভাব ফেলেছিল পর্দার রসায়নে (Happy Birthday Ajay Devgn)।
510
শুটিং সেটে কাজের প্রয়োজনে একে অপরের সঙ্গে কথা বলতেন , তাছাড়া একে অপরের দিকে কোনওসময়েই তাকাতেন না এই জুটি। শ্যুট নিয়েও কোনওরকম আলোচনা করতেন না তারা। শুটিং শেষ হলেই নিজের ঘরে চলে যেতেন করিশ্মা। পরের শ্যুট শুরু হলে তখন আবার ফ্লোরে আসতেন। এতে পরিচালকের অনেকটাই সমস্যা হচ্ছিল। এমনকী কোনও অংশের শ্যুটের পুনরায় দরকার হলে করিশ্মা রাজি হতেন না (Happy Birthday Ajay Devgn)।
610
অজয়-করিশ্মার পাশাপাশি ছবিতে অক্ষয় কুমার ও নাগমা অভিনয় করেছিলেন। ছবির সুপারহিট গান 'গোরে গোরে মুখড়ে পে কালা কালা চশমা' গানটিতে অজয়-করিশ্মার বদলে অক্ষয়-নাগমাকে দিয়ে করাতে হয়েছিল। কারণ করিশ্মা রাজি হননি, যার ফলেই গান থেকে বাদ দিতে হয় অজয়কে (Happy Birthday Ajay Devgn) ।
710
করিশ্মার এই আচরণের ফলে বড় ক্ষতি হয়েছিল অজয়ের। একটি সুপারহিট গান হাতছাড়া হয়ে গিয়েছিল অজয়ের। ছবির গানও সেসময় সুপারহিট ছিল। করিশ্মা যেহেতু স্টারকিড ছিলেন, এবং স্টারকিডদের প্রাধান্যটাই অন্যদের থেকে আলাদা। তাই করিশ্মার আচরণ খারাপ থাকলেও তাকে কিছু বলতে পারেননি পরিচালক। এবং করিশ্মাকে স্টারকিড ভেবে আখেরে কেরিয়ারের বড় ক্ষতি হয়েছিল অজয়ের (Happy Birthday Ajay Devgn)।
810
অজয় তার দুর্দান্ত অভিনয় ক্ষমতা এবং পারফেকশনের জন্যই বলিউডে পরিচিত। অভিনেতার পাশাপাশি তিনি ভাল প্রযোজকও বটে। নিজের অভিনয় দক্ষতার জন্যই অনেক পুরস্কারও রয়েছে তার ঝুলিতে। এখনও পর্যন্ত বি-টাউনে তার জনপ্রিয়তা একই রয়েছে। এমনকী ১৯ বছর পেরিয়ে গেলেও কাজলের সঙ্গে তার ভালবাসাতেও একটুও ভাটা পড়েনি র (Happy Birthday Ajay Devgn) ।
910
কাজলের আগে তিনি নব্বইয়ের দশকের সাড়া জাগানো অভিনেত্রী রবিনা টন্ডনের সঙ্গে ডেটিং করতেন। তাদের প্রেম ঠিক না হলেও ডেটিংয়ের গুজব ছড়িয়ে গিয়েছিল বি-টাউনে। রবিনার সঙ্গে ব্রেক আপের পরই অজয় দেবগণ করিশ্মা কাপুরের সঙ্গে ডেটিং করতেন। রিপোর্টে জানা গিয়েছিল, রবিনার সঙ্গে ডেটিং করতে করতেই করিশ্মার সঙ্গে ডেটিং করেন অক্ষয়। সেই কারণেই রবিনার সঙ্গে তার চিড় ধরে। যদিও ও এসব এখন অতীত। বর্তমানে অজয় তার পরিবার ও ছেলে মেয়ে নিয়ে ভীষণ হ্যাপি রয়েছে (Happy Birthday Ajay Devgn)।
1010
সঞ্জয় লীলা বনশালির পিরিয়ড ড্রামা 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'-তে মুম্বইয়ের আন্ডারওয়ার্ল্ডের কুখ্যাত ডন করিম লালার চরিত্রে চেনা ঢঙে ধরা দিয়েছেন অজয় দেবগণ। ছবিতে লালার চরিত্রে অজয় দেবগণ অভিনয় নজর কেড়েছে। 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' নিয়ে দর্শকদের মধ্যে প্রথম থেকেই টানটান উত্তেজনা ছিল। আলিয়া-বনশালির প্রথম জুটির এই সিনেমাতে গাঙ্গুর থেকে চোখ ফেরানোর সময় দেননি বনশালি।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।