৫৩-তে পা দিলেন অজয় দেবগণ। ৫০ বছর পেরিয়ে গেলেও আজও তিনি বলিউডের সিংহম। তার পুরুষালী চেহারা, গাম্ভীর্য, অভিনয় দক্ষতা সকলের থেকে তার আলাদা পরিচিতি তৈরি করেছে বি-টাউনে। বর্তমানে বলি অভিনেত্রী কাজল বর্তমানে অজয় দেবগণকে বিয়ে করে চুটিয়ে সংসার করছেন। বলিউডের সেরা দম্পতি ও জুটির তকমা রয়েছে তাদের (Happy Birthday Ajay Devgn)।