অনাবৃত উরু, গায়ে উঠেছে কালী ঠাকুরের জমকালো জ্যাকেট, 'Red Hot' লুকে ফ্যাশন গোল প্রিয়ঙ্কার

বর্তমানে বলিউডের গ্লোবাল আইকন প্রিয়ঙ্কা চোপড়া। শরীর নিয়ে কাটাছেড়া থেকে সাহসী পোশাকে সাবলীল বলি অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়াকে নিয়ে সরগরম বি-টাউন। শরীর এবং পোশাক নিয়ে কাটাছেড়া করতে বেশ সিদ্ধহস্ত প্রিয়ঙ্কা। সম্প্রতি মিনি স্কার্ট, কালী ঠাকুরের ছবি আঁকা জ্যাকেটে ফ্যাশন গোল দিয়েছেন প্রিয়ঙ্কা। ঝড়ের গতিতে ভাইরাল ছবি নেটদুনিয়ায়।
 

Riya Das | Published : May 12, 2021 3:49 AM IST
19
অনাবৃত উরু, গায়ে উঠেছে কালী ঠাকুরের জমকালো জ্যাকেট, 'Red Hot' লুকে ফ্যাশন গোল প্রিয়ঙ্কার

গ্লোবাল আইকন প্রিয়ঙ্কা চোপড়া সর্বদাই খবরের শিরোনামে। সাহসী পোশাকে যেন তুড়ি মেড়ে অনেককেই পিছেনে ফেলে দেন প্রিয়হ্কা চোপড়া।

29

ভারতীয় ফ্যাশন থেকে পশ্চিম কায়দা দুটোতেই তিনি লাস্যময়ী। পোশাক নিয়ে কাটাছেড়া করা বলি অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়াকে নিয়ে সরগরম বি-টাউন। 

39

 শরীর এবং পোশাক নিয়ে কাটাছেড়া করতে বেশ সিদ্ধহস্ত প্রিয়ঙ্কা। ফের স্টাইল স্টেটমেন্টে সবাইকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছেন প্রিয়ঙ্কা।
 

49

ছবিটিতে প্রিয়ঙ্কাকে লাল মিনি স্কার্ট,  কালী ঠাকুরের ছবি আঁকা জমকালো জ্যাকেট এবং ফিশনেট স্টকিংস, পায়ে হিল জুতোয় দেখা যাচ্ছে।

59

স্বামী নিক জোনাসের হাত ধরে হেঁটে যাচ্ছেন প্রিয়ঙ্কা। এই ছবিই ভাইরাল নেটদুনিয়ায়।

69

সম্প্রতি মিনি স্কার্ট, কালী ঠাকুরের ছবি আঁকা জ্যাকেটে ফ্যাশন গোল দিয়েছেন প্রিয়ঙ্কা। ঝড়ের গতিতে ভাইরাল ছবি নেটদুনিয়ায়।

79


তবে প্রিয়ঙ্কা ও নিক কোথায় যাচ্ছেন, তা কিন্তু স্পষ্ট নয়। ফের ফ্যাশন স্টেটমেন্ট আরও একবার নজর কাড়লেন বলিউডের দেশি গার্ল।
 

89

তবে শুধু বি-টাউনই নয়, হলিউডেও বেশ পরিচিত বলিউডের দেশি গার্ল। খুব অল্প সময়ের মধ্যেই নিজের নাম,খ্যাতি অর্জন করে নিয়েছেন প্রিয়ঙ্কা।  
 

99

 অভিনেত্রী-গায়িকা-প্রযোজকের পর লেখিকা প্রিয়ঙ্কা চোপড়া।  সম্প্রতি  নিজের আত্মজীবনী 'আনফিনিশড' -এ জীবনে নানা অভিজ্ঞতাকে তুলে ধরছেন প্রিয়ঙ্কা চোপড়া।
 

Share this Photo Gallery
click me!

Latest Videos