প্রিয়ঙ্কা ও নিক, দুজনের শরীরেই রয়েছে এই একই জিনিস, বিবাহবার্ষিকিতে ফাঁস করেছিলেন পিগি চপস

Published : Feb 05, 2021, 04:34 PM IST

এক কথায় বলতে গেলে প্রিয়ঙ্কা ও নিকের মধ্যে থাকা সম্পর্ক প্রথমে খুব একটা কেউ মেনে নিতে পারেনি। দীর্ঘ ধই ধরে সামনে উঠে এসেছিল নানা খবর, কখনও প্রকাশ্যে আসে নিকের বাড়িতে মানিয়ে নিতে পারছেন না তিনি, কখনও আবার প্রকাশ্যে আসে বিবাহ নিয়ে মনোমালিন্যের খবর। কিন্তু এই জুটি দিব্যি সংসার করে বলে বলে ছয় মেরে চলেছেন সমালোচকদের। 

PREV
18
প্রিয়ঙ্কা ও নিক, দুজনের শরীরেই রয়েছে এই একই জিনিস, বিবাহবার্ষিকিতে ফাঁস করেছিলেন পিগি চপস

নিক জোনাসের সঙ্গে প্রিয়ঙ্কার সম্পর্ক কোথাও যেন এক আলগা সুঁতোয় বাঁধা, এমনটাই মত নেটিজেনদের। 

28

যখন তখন এই সম্পর্কে ফাটল ধরতে পারে, বা ভাঙন ধরতে পারে। এমন পরিস্থিতিতে কোনও ভালো খবর সামনে আসা মানেই হতবাক হয়ে যায় একশ্রেণী। 

38

আর সেই নিন্দুকদেরই বুড়ো আঙুল দেখিয়ে চুটিয়ে সংসার করছেন প্রিয়ঙ্কা চোপড়া। দুজন দুজনকে ভালো বেসে কাছে থাকাটাই যেন তাঁদের মূল রসদ। 

48

নেই পরিবারে কোনও সমস্যা, বয়সকে তুড়ি মেরে উড়িয়ে নিকের পাশে দাঁড়িয়ে স্টানিং লুকে ভাইরাল হন একাধিকবার প্রিয়ঙ্কা। 

58

বিবাহ বার্ষিকিতে তাই অভিনয় উপহার একে অন্যকে দিয়েছিলেন। নিক চেয়েছিল এমন এক জিনিস যা দুজনের কাছে থাকে। 

68

এরপরই দুজনে ট্যাটু বানিয়ে ফেলে, একই দেখতে ট্যাটু রয়েছে দুজনের শরীরেই। প্রিয়ঙ্কার আছে কানের পাশে। 

78

নিকের আছে রয়েছে হাতের পেছনে। বিবাহ বার্ষিকিতে এই রহস্যই ফাঁস করেছিলেন সকলের সামনে পিগি চপস। 

88

সামনেই বাংলায় বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা, ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ভোট নিয়ে রাজনেতিক দলগুলির প্রচার, তাই ভোটের সব খবর পেতে অবশ্যই ক্লিক করুন এশিয়ানেট নিউজ বাংলা।

click me!

Recommended Stories