জেরার মুখে এবার সুশান্তের ময়নাতদন্তকারী ডাক্তারেরা, এইমসের এই প্রশ্নেই লুকিয়ে রহস্য

সুশান্ত সিং রাজপুতের মৃত্য রহস্য নিযে একাধিক তথ্য এখন ভাইরাল। স্বাভাবিক মৃত্যু নয়, দাবি করেছিল পরিবার। সেই সূত্র ধরেই বর্তমানে তদন্তে নেমেছে কেন্দ্রের মূল তিনটে টিম। তবে সুশান্তের মৃত্যুর প্রথম সন্দেহের প্রশ্নই জাগিয়েছিল ময়না তদন্ত। একাধিক ফাঁক রয়েছে সেই রিপোর্টে, করানো হয়নি কোভিড টেস্ট। তড়িঘড়ি দাহ করা হয়েছিল, এবার প্রশ্নের মুখে পড়তে চলেছেন ময়নাতদন্তকারী টিম। 

Jayita Chandra | Published : Sep 6, 2020 1:19 PM / Updated: Sep 06 2020, 01:23 PM IST
19
জেরার মুখে এবার সুশান্তের ময়নাতদন্তকারী ডাক্তারেরা, এইমসের এই প্রশ্নেই লুকিয়ে রহস্য

সুশান্ত সিং রাজপুতের ময়না তদন্ত ঘিরে উঠে এসেছিল একাধিক তথ্য। একাধিক মিসিং লিঙ্ক। কেন এত অস্পষ্ট ময়নাতদন্ত!

29

এবার প্রশ্নের মুখে পড়তে চলেছে কুপার হাসপাতালের ডাক্তারেরা। সুশান্তের পোস্টমর্টাম করিয়েছিলেন যে কয়েকজন ডাক্তার তাঁদের এবার জেরা করা হবে। 

39

একাধিক ভুল সুশান্তের পোস্টমর্টামে। শুধু তাই নয়, পোস্ট মর্টমে উল্লেখ থাকা একাধিক বিষয়ও উঠে আসবে আলোচনাতে।

49

তিন সদস্যের এক টিম প্রশ্ন করবেন। ইতিমধ্যেই সাজিয়ে নিয়েছেন তাঁরা চার সেটের প্রশ্ন। যার মধ্যে মূলত রয়েছে গলার দাগ। 

59

একটি বিষয়ের ওপরই জোর দিতে চলেছে এই টিম। যার মধ্যে অন্যতম হল, কুর্তা দিয়ে কীভাবে গলায় এই দাগ সম্ভব। 

69

গায়ে এত কাটা ছেড়ার দাগ, কীভাবে তা আত্মহত্যা বলে ঘোষণা করেছে তদন্তকারী তাও খুঁটিয়ে দেখবে এই টিম। 

79

এছাড়াও জনসমক্ষে উঠে এসেছিল একাধি প্রশ্ন। সুশান্তের পোস্টমর্টামে নেই মৃত্যুর সময়ের উল্লেখ। যা এক বড় সন্দেহের কারণ। 

89

এ ছাড়াও উল্লেখ নেই সুশান্তের মৃতদেহের নাম। বিশেষজ্ঞদের মতামত, এই রঙ তদন্তের কাজে ভিষণ প্রয়োজন ছিল। 

99

কেন তড়িঘড়ি দাহ করা হয়েছিল সুশান্তকে, কোভিড টেস্টও করানো হয়নি। এবার চাপের মুখে কুপার হাসপাতালের ডাক্তারেরা। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos