'একে একে গা ঢাকা দিচ্ছে সবাই', সুশান্তের মৃত্যুর পর ভয়েতে এবার পিছোলেন সলমনের শালা আয়ুষ

সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে বয়কট বলিউড মাফিয়া নামে পিটিশন। নেপোটিজমকেও বয়কট করে স্টারকিডদের বিরুদ্ধে চলছে হেট কমেন্টস। ট্রোলার, হেটারদের পোস্টে ভরে চলেছে সোশ্যাল মিডিয়া। এই ট্রোল এবং হেট কমেন্টগুলির প্রতিবাদ করতে একের পর এক সেলেব্রিটিরা ডিঅ্যাক্টিভেট করে চলেছেন নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল। শশাঙ্ক খইতানের হাত ধরেই শুরু হয়েছিল ট্যুইটার ছেড়ে চলে যাওয়া। তারপর একে একে সাকিব সালিম, সোনাক্ষী সিনহা এবার ছাড়লেন আয়ুষ শর্মা। প্রত্যেকের পোস্টেই কমেন্ট সেকশন বন্ধ করা হয়েছে।

Adrika Das | Published : Jun 21, 2020 7:04 AM IST
112
'একে একে গা ঢাকা দিচ্ছে সবাই', সুশান্তের মৃত্যুর পর ভয়েতে এবার পিছোলেন সলমনের শালা আয়ুষ

বলিউডে এবার ট্রোলার, হেটার এবং ভুয়ো খবরে ছড়িয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এর বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে বলিউডের পরিচালক, প্রযোজক এবং অভিনেতা-অভিনেত্রীরা।  

212

তবে সোশ্যাল মিডিয়াতে এই ট্যুইটার ডিঅ্যাক্টিভেট করাকেও ট্রোলাররা রক্ষা করেনি। তাদের কথায়, সুশান্তের মৃত্যুর পর সকলের উচিত ছিল একজোট হয়ে ওঁর জন্য লড়াই করা, সেখানে সবাই একে একে গা ঢাকা দিচ্ছে।

312

দু'দিন আগেই সোনাক্ষী সিনহাকেও ট্রোলিংয়ের শিকার হতে হয়। শত্রুঘ্ন সিনহার মেয়ে বলেই বলিউডে টিকে আছেন তিনি, সলমন খানের খাস ব্যক্তিদের মধ্যে একজন তিনি। 

412

তাই তাঁর ছবিতে অভিনয়ের সুযোগ পান। এই ধরণের নানা অভিযোগই এসেছে হেটারদের তরফ থেকে। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর জন্য দায়ী করা হচ্ছে বলিউডের মাফিয়া গ্যাংকে। 

512

যেখানে ঝড়ের গতিতে সই করে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় ইউজাররা। এই সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং না নিতে পেরে ট্যুইটার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে দিলেন আয়ুষ, সাকিব সালিম, সোনাক্ষী সিনহা। 

612

বিষয়টি নিজের ইনস্টাগ্রামে জানিয়েছেন একটি পোস্টের মাধ্যমে। পোস্টের কমেন্ট সেকশনটিও বন্ধ করে রেখেছেন তাঁরা। তাহলে কি ট্রোলারদের ভয় এমন কাজ করলেন। এদিকে ক্যাপশনে সোনাক্ষী লিখেছেন, "আগ লাগে বস্তি ম্যয়, ম্যয় অপনি মস্তি ম্যয়"।

712

এ কথা লিখতেই রোষে ফেটে পড়ছে নেটিজেনরা। তাদের কথায়, একজন মানুষ এভাবে চলে গেলেন, তার জন্য সামান্যতম শ্রদ্ধা না দেখিয়ে এমন ক্যাপশন তিনি দেন কীকরে। 

812

আবার অনেকে এও লিখেছেন, সত্যি সকলেরই গায়ে লাগে। ঠিক যেমন আপনার লাগল। সত্যিটা স্বীকার করতে এত দ্বিধাবোধ কীসের। নিশ্চই সুশান্তের মৃত্যুর পিছনে নেপোটিজমই দায়ী, তাই আপনি ভয় পেয়ে পালিয়ে গেলেন। 

912

প্রসঙ্গত, বলিউড মাফিয়া গ্যাংয়ের মধ্যে নাম রয়েছে করণ জোহার, সলমন খান, সঞ্জয় লীলা বনশালী, একতা কাপুর, দিনেশ বিজন, ভূষণ কুমার, আদিত্য চোপড়া, আলিয়া ভাট, মহেশ ভাট, মুকেশ ভাট, রিয়া চক্রবর্তী এবং সাজিদ নাদিয়াদওয়ালা। 

1012

এদের মধ্যে যাঁরা সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ তাঁদের ফলোয়াড় সংখ্যা কমে চলেছে ক্রমশ। ভক্তরা যেখানে তাঁদের পোস্টের জন্য অধীর আগ্রহে বসে থাকত ভক্তরা, নেটিজেনরা, সেখানে তারা একে একে মুখ ফিরিয়ে নিচ্ছে সেলেব্রিটিদের থেকে।

1112

করণ জোহারের ফলোয়াড়দের সংখ্যা কমেছে সবচেয়ে বেশি। সোশ্যাল মিডিয়ায় ট্রোল করার পাশাপাশি, ব্যান করার দাবি উঠছে তাঁদের ছবি। গোটা দেশ এঁদের এবং স্টারকিডদের বিরুদ্ধে ফুঁসছে। 
 

1212

সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করেই টার্গেট করা হচ্ছে তাঁদের। করণ জোহারের ফলোয়াড়ের সংখ্যা কমেছে এগারো মিলিয়ন থেকে দশ মিলিয়ন। সলমন খান, আলিয়া ভাট, সোনম কাপুরের ফলোয়াড় সংখ্যা কমে চলেছে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos