স্বজনপোষণ, বছর কয়েক আগে থেকেই তর্ক-বিতর্ক শুরু হয়েছিল এই বিষয়। কঙ্গনা রনাওয়াতের হাত ধরেই এই বিষয়টি সকলে সামনে আসে। কফি উইথ করণ-এ এসে কঙ্গনা, করণ জোহারকে স্বজনপোষণের ধ্বজাধারী বলে সম্বোধন করেন। তারপরই শুরু হয় স্বজনপোষণ অর্থাৎ নেপোটিজম নিয়ে নয়া বিতর্ক। সেই বিতর্ক উস্কে দিয়েছে সুশান্ত সিং রাজপুতের আকস্মিক মৃত্যু। সেখান থেকে উঠল বয়কট স্টারকিডের টুইটার ট্রেন্ড। এবার এই বিতর্কই উস্কে দিল আরও এক ঘটনা। পরিচালক আর বালকির মন্তব্যে শুরু হল নয়া বিতর্ক।