মি-টু মুভমেন্ট নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন রেচেল। মডেল তথা অভিনেত্রী রেচেল হোয়াইট যৌন নির্যাতনের অভিযোগ এনেছিলেন পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে। ২০১৭ থেকে ভারতের বুকে ছড়িয়ে পড়া মি-টু মুভমেন্টকে অস্ত্র করে একের পর এক বলিউডের কেলেঙ্কারি ফাঁস হচ্ছে। খুলে যাচ্ছে অনেকেরই মুখোশ। এবার রেচেল জানালেন ঠিক কী ঘটেছিল তাঁর সঙ্গে, যার জন্য তিনি পরিচালক সাজিদের নামে এনেছিলেন নির্যাতনের অভিযোগ।