লাল বেনারসি, মাথায় লাল ওড়না, মাঙ্গটিকা, লাল ও সাদা কলকানাকে বড় নথ পরে সনাতনী সাজে নববধূকে (Patralekhaa Paul) দেখে মুগ্ধ অনুরাগীরা। অন্যদিকে ঘিয়ে রঙের শেরওয়ানি ও তার সঙ্গে গোলাপী ওড়না ও লাল পাগড়িতে নজর কেড়েছেন রাজকুমার (Rajkumar Rao)। দুজনকে দেখে ভক্তরা ভালাবাসা উজাড় করে দিয়েছেন।