বিয়ের পর সদ্য বিবাহিত স্ত্রী-য়ের সঙ্গে প্রথম ফোটো শেয়ার করে রাজকুমার (Rajkumar Rao) ইনস্টাগ্রামে লিখেছেন, 'অবশেষে ১১ বছরের ভালবাসা, বন্ধুত্ব, রোম্যান্সের পর আমি আমার জীবনের সবকিছুর সঙ্গে আবদ্ধ হলাম। আমার আত্মার সাথী, আমার প্রিয় বন্ধু, আমার পরিবার। তোমার স্বামী হিসেবে পরিচিত পাওয়ার থেকে আমার কাছে আজ আর কোনও খুশিই বড় নয়। চিরকাল আর তারপরেরও তুমি পত্রলেখা'।