অন্তর্বাসে হট পোজে রাকুল, সাহসী ফোটোশ্যুটে এবার কভার পেজে স্থান গ্ল্যামার কুইনের

Published : Mar 19, 2021, 03:53 PM IST

রাকুল প্রীত সিং, ইতিমধ্যেই একাধিক কারণে তিনি খবরের শিরোনামে নাম লিখিয়েছেন। দক্ষিণী ছবি থেকে শুরু করে  বলিউড, একের পর এক ছবিতে নিজের হটনেস ফ্রেমবন্দি করে দর্শকদের মনে ঝড় তুলেছেন তিনি।  

PREV
18
অন্তর্বাসে হট পোজে রাকুল, সাহসী ফোটোশ্যুটে এবার কভার পেজে স্থান গ্ল্যামার কুইনের

বলিউডে সফল খুব বেশিদিনের নয়। তবে বিটাউনে প্রথম ছবি করে সকলের নজরে কেন্দ্রে এসেছে রকুল প্রীত।

28

কখনো হট পোজ কখনো আবার তার অভিনয়ের ধারাল গুন, ভক্ত মনে জায়গা করে নিতে খুব বেশি সময় নেয়নি।

38

মডেলিং থেকে ক্যারিয়ার শুরু। চাবুক ফিগার ধরে রাখতে খুব ভালোই জানেন রকুল প্রীত।

48

ক্যামেরার সামনে একাধিক বার সাহসী লুকে ভাইরাল হয়ে থাকেন তিনি। প্রেমের প্রস্তাব পেয়েছেন বহুবার। কখনো কাছে টেনে নিয়েছে সিনেমহল কখনো আবার দর্শকেরা।

58

তবে দে দে পেয়ার দে ছবি মুক্তির পর বয়ষ্ক মানুষদের থেকে প্রেমের প্রস্তাব দেদার পেয়েছেন রকুল।

68

কিছুতেই সেট হচ্ছে না তার লাভ লাইফ। কারণ মনের মতো পাত্র পাচ্ছেন না তিনি। উল্টোদিকে সোশ্যাল মিডিয়ায় হুহু করে বেড়ে চলেছে তার ভক্তের সংখ্যা।

78

কখনো ক্লিভেজ কখনো অন্তর্বাস লোকে ভাইরাল এই ডিবা। একাধির ছবির প্রস্তাব নিয়ে ব্যস্ত এখন তিনি। 

88

যার উপস্থিতিতে এখন উষ্ণতায় পারদ সঙ্গে। যদিও ইতিমধ্যেই মাদক কেসে নাম জড়িয়েছে তাঁর।

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories