মাদকচক্রে এখন একের পর এক তারকাদের নাম উঠে আসছে প্রকাশ্যে। কখনও ভাইরাল হয়ে উঠেছেন দীপিকা, কখনও আবার, সারা শ্রদ্ধা। সংবাদ মাধ্যমের শিরোনামে তা মুহূর্তে জায়গা করে নিয়েছে। বেশ কিছুদিন ধরেই খবরের শিরোনামে রয়েছে বলিউড। এবার নিজেকে সেই সার্ভেলেন্স থেকে বাঁচাতে মরিয়া রাকুল।
রিয়া চক্রবর্তীর গ্রেফতারের পর থেকেই এক কথায় তোলপাড় হয়েছে গোটা বলিউড। খবর উঠে আসে তিনি ২৫ জন সেলেবের নাম করেছেন।
28
এবার সেই তালিকা থেকেই একে একে নাম বেরনোর পালা। ইতিমধ্যেই চার সুপারস্টারকে জেরা করেছে এনসিবি।
38
শনিবারই দফতরে ডেকে পাঠান হয়েছিল রাকুল প্রীতকে। তিনি জেরার মুখে স্বীকার করে নিয়েছিলেন যে, এর সঙ্গে তিনি জড়িত। এরপরই চলতে থাকে জেরা।
48
তবে এই খবর এনসিবি-র হাতে পৌঁচ্ছনো মাত্রই তৎপর হয়ে পড়ে মিডিয়া। মুহূর্তে ওঠে ঝড়।
58
সেই ধাক্কা থেকে নিজেকে বাঁচাতেই দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন রাকুল প্রীত। আবেদন জানালেন তাঁর খবর যেন প্রকাশ্যে না আসে।
68
রাকুলের কথায়, মাদক চক্রই হোক বা এনসিবি জেরা, রাকুলের নাম নিয়ে যেন কোন খবর না ছাপে, এই নিয়ে রায়ের অপেক্ষায় এখন তিনি।
78
যদিও বর্তমানে সোশ্যাল মিডিয়ার যা ক্ষমতা, তাতে মিডিয়ার মুখ বন্ধ করার চেষ্টা করলেও, সোশ্যাল মিডিয়া থেকে মিলবে না মুক্তি।
88
একের পর এক সেলেবের মাদকচক্রে থাকা যোগই যেন ভয়ানক আকার ধারণ করছে। রিয়া চক্রবর্তীর গ্রেফতারেই ঘুরেছে মোড়।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।