মাদকচক্র এখন অতীত, সবভুলে মালদ্বীপে বিকিনি লুকে উষ্ণতা ছড়াচ্ছেন রাকুল প্রীত

Published : Nov 20, 2020, 11:44 AM IST

কয়েক মাস আগের কথা, এখনো তরতাজা সেই স্মৃতি, সুসান সিং মৃত্যুর পর ফুফুকে ভাইরাল হয়ে উঠেছিল বলিউডের একাধিক অন্দরমহলের কেচ্ছা। কিন্তু কোথায় কি বর্তমানে সবই ধামাচাপা। 

PREV
17
মাদকচক্র এখন অতীত, সবভুলে মালদ্বীপে  বিকিনি লুকে উষ্ণতা ছড়াচ্ছেন রাকুল প্রীত

রিয়া চক্রবর্তী গ্রেপ্তারের পর থেকেই এইচএস ঘুরে গিয়েছিল মাদকচক্রের দিকে। মাদকের নেশা করে কারা সেই নাম আনা হয়েছিল প্রকাশ্যে। 

27

যেখানে উল্লেখযোগ্য নাম ছিল রকুল প্রীত। অভিনেত্রী কে ডেকে পাঠানো হয়েছিল এনসিবির অফিসে। করা হয়েছিল জেরা।

37

তবে কয়েকদিন গড়াতে না গড়াতেই সব ঠান্ডা। আবারো শুরু শুটিং আবারো শুরু স্বাভাবিক জীবনযাপন। তেমনি ছবি ধরা দিল রাকুলের জীবনে। 

47

বর্তমানে মলদ্বীপে ছুটি কাটাচ্ছেন রাকুল। হট লুকে ঝড় তুললেন ভক্ত মহলে। বিকিনি পড়ে ভাইরাল রাকুল।

57

মে ডে ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন অভিনেত্রী। অজয় দেবগন প্রযোজিত এই ছবি তে রয়েছেন অমিতাভ। 

67

শুরু হয়েছে ছবির কাজ। তারই মাঝে হাওয়াবদলের রকুল। একাধিক ছবি শেয়ার করলেন ভক্তদের সঙ্গে।

77

এই নিয়ে অজয় দেবগনের দ্বিতীয় সিনেমার রাকুলের সঙ্গে। প্রথম ছবিতে কেমিস্ট্রি হিট। এবার পারলা মেঘের।

click me!

Recommended Stories