মদ্যপান করে শুটিং, ৭০০ লাইট ম্যান, কুড়ি কোটির ৬ সেট, আজ ইতিহাস দেবদাস প্রোডাকশন

Published : Nov 20, 2020, 08:10 AM IST

শাহরুখ মাধুরী ঐশ্বর্য অভিনীত ছবি দেবদাস আজম এক যুগান্তকারী সৃষ্টি। একের পর এক সিনেমা টেক্কা দিতে হাজির হলেও, আজও জৌলুস হারায়নি দেবদাস। জানুন এই ছবি নিয়ে কিছু নয়া গল্প

PREV
17
মদ্যপান করে শুটিং, ৭০০ লাইট ম্যান, কুড়ি কোটির ৬ সেট, আজ ইতিহাস দেবদাস প্রোডাকশন

শাহরুখ অভিনীত দেবদাস ছবির শুটিংয়ে প্রথম 50 কোটি টাকা খরচা করা হয়েছিল। 2002 সাল পর্যন্ত এত টাকার বাজেটের ছবি এর আগে কেউ করেনি।

27

কুড়ি কোটি দিয়ে তৈরি করা হয়েছিল ৬ সেট। যা সাজিয়ে তুলতে রীতিমতো নাজেহাল হয়েছিলেন সকলেই।

37

শাহরুখ খান মদ্যপান করতেন না। তাই নিজের অভিনয় ফুটিয়ে তোলার জন্য সত্যিই এই সিনেমা করার সময় শাহরুখ খান মদ পান করেছিলেন।

47

এই ছবির সেট সুন্দর করে সাজানোর জন্য প্রয়োজন হয়েছিল প্রচুর আলোর। প্রতিদিন কাজ করতেন 700 লাইট ম্যান। ছিল 40 এর ওপর জেনারেটর।

57

চুনিলাল এর চরিত্রের জন্য প্রথম প্রস্তাব দিয়েছিল গোবিন্দ মনোজ বাজপাই সাইফ আলী খানের কাছে। 

67

ডোলা রে গানটি শুটিং করার সময় ঐশ্বর্যর করতে থাকে রক্ত, যা শুটিং শেষ হওয়া পর্যন্ত কেউ জানতেই পারেননি।

77

পারোর ভূমিকায় অভিনয় করার জন্য প্রথম প্রস্তাব পেয়েছিলেন করিনা কাপুর। মা রাজি না থাকে পরবর্তীতে সেই পাঠ করেন ঐশ্বর্য।

click me!

Recommended Stories