Published : Aug 26, 2020, 10:03 AM ISTUpdated : Aug 26, 2020, 11:53 AM IST
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর মাস তিনেক হতে চলল। প্রথম দিন থেকে তদন্তে প্রাইম সাসপেক্ট একজনই। প্রেমিকা রিয়া চক্রবর্তী। প্রথম দিন থেকে তাঁর ভোল পাল্টেছে দেশবাসীর সামনে। কখনও সুশান্তের মৃত্যুর বিচার চেয়ে অমিত শাহের কাছে সিবিআই তদন্তের আবদেন করা আবার কখনও এই সিবিআই-র আবেদনের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। সুশান্তের মৃত্যুর প্রথমদিকে নিজেকে সুশান্তের প্রেমিকা হিসাবে স্বীকার করতে নারাজ ছিলেন। হঠাৎই সোশ্যাল মিডিয়ায় সুশান্ত এবং নিজের কিছু ঘনিষ্ঠ ছবি পোস্ট করে নিজেকে প্রয়াত অভিনেতার প্রেমিকা বলে দাবি করে বসেন।
ইডি-র তলবে একাধিকবার জেরা করা হয়েছে তাঁকে। কেবল তাঁকেই নয়। জেরা করা হয়েছে তাঁর পরিবারকেও।
210
ভাই সৌভিক চক্রবর্তী, বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তী ও রিয়া মিলে সুশান্তের টাকার নয়-ছয় করেছে বলেই অভিযোগ সুশান্তের পরিবারের।
310
রিয়ার বিরুদ্ধে এখন কেবল দেশবাসী নয়, টেলিভিশন ইন্ডাস্ট্রির অসংখ্য তারকারাও।
410
তবে তাঁর সমর্থনে এগিয়ে এসেছেন আয়ুষ্মান খুরানা, অপরাশক্তি খুরানা, ভূমি পেদনেকর, সহ অনেকে।
510
এবার এগিয়ে এলেন পরিচালক রাম গোপাল বর্মাও। রিয়ার প্রতি নিজের সমর্থনের হাত এগিয়ে দিয়েছেন।
610
রিয়াকে যে সকল মানুষ বিভিন্ন অভিযোগে বিদ্ধ করেছে, তাদের নিন্দা করেছেন রাম গোপাল বর্মা।
710
তাঁর কথায়, "এ তো একবারে ডাইনি শিকার চলছে।" রিয়ার চরিত্র নিয়েও বিভিন্ন মন্তব্য করে চলেছে দেশবাসী।
810
মহেশ ভাটের সঙ্গে অবৈধ সম্পর্ক। ছবিতে কাজ পাওয়ার জন্য পরিচালক, প্রযোজকদের সঙ্গে অশালীন সম্পর্ক রাখা।
910
এই ধরণের নানা অভিযোগের মধ্যে গোল্ড ডিগারেরও তকমা পেয়েছেন অভিনেত্রী। সম্প্রতি বাদ পড়েছেন একটি ছবি থেকেও।
1010
এই সমস্ত অভিযোগের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন রাম গোপাল বর্মা। কোনও প্রমাণ ছাড়া কেন রিয়াকে দোষী সাব্যস্ত করা হচ্ছে, দাবি পরিচালকের।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।