'রাম তেরি গঙ্গা মেইলি' একটি দৃশ্যের ট্রেনের ভিতর স্তন্যপান করাতে দেখা গিয়েছিল মন্দাকিনীকে, তা আজ থেকে ৩০ বছর আগে অতটাও সহজ ছিল না। প্রথমসারির সংবাদমাধ্য়মকে মন্দাকিনী জানান, প্রথমে ওটা স্তন্যপানের দৃশ্য হিসাবে শ্যুট করা হয়েছিল, তবে বাস্তবে তেমন হয়নি। ওইরকম সাজানো হয়েছিল শটটি। তবে পুরো শ্যুটটা কীভাবে হয়েছিল তা বোঝা ঝক্কির।