রণবীর-আলিয়ার বিয়ের ছবি প্রকাশ্যে, খোশ মেজাজে নানা ভঙ্গীতে ক্যামেরায় ধরা দিলেন 'রালিয়া'

দীর্ঘ প্রতিক্ষার পর এক হল আলিয়া ভাট আর রণবীর কাপুরের চার হাত। পরিবারের উপস্থিতিতে দুই তারকা সাত পাক ঘুরলেন। কাপুরদের বান্দ্রার বাড়ি ‘বাস্তু’-তেই বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আর বিয়ে শেষ হওয়ার পরই প্রকাশ্যে এল নব দম্পতির ছবি।

Parna Sengupta | Published : Apr 14, 2022 11:10 PM
110
রণবীর-আলিয়ার বিয়ের ছবি প্রকাশ্যে, খোশ মেজাজে নানা ভঙ্গীতে ক্যামেরায় ধরা দিলেন 'রালিয়া'

জীবনের এই বিশেষ দিনে ম্যাচিং পোশাক পরেছিলেন এই তারকা দম্পতি। আলিয়ার পরনে ছিল সাদা শাড়ি। তার উপর গোল্ডেন কাজ করা ছিল। আর রণবীরের পরনে ছিল সাদা পাঞ্জাবি আর মাথায় পাগড়ি। বিয়ের পরই একসঙ্গে পাপারাৎজিদের ক্যামেরার সামনে আসেন তাঁরা। আর সেখানেই রণবীর কোলে তুলে নেন নববধূকে।

210

আলিয়া ও রণবীরের বহু প্রতীক্ষিত বিয়ে এখন শেষ। বলিউডের এই হিট জুটি এখন বিবাহিত দম্পতি। রণবীরের পালি হিলের বাসভবন, বাস্তুতে চার হাত এক হয়। 

310

একের পর এক গাড়িতে বিয়ের অনুষ্ঠানে হাজির হন নীতু কাপুর, ঋদ্ধিমা কাপুর সাহনি, সোনি রাজদান, শাহীন ভাট, মহেশ ভাট, পূজা ভাট। ছিলেন করিনা কাপুর খান, সইফ আলি খান, করিশমা কাপুর, করণ জোহর, নভ্যা নাভেলি নন্দা এবং আকাশ আম্বানি সহ আরও ব্যক্তিত্ব। 

410

একসঙ্গে ক্যামেরায় পোজ দিতেও দেখা গিয়েছে তাঁদের। তারপরই নববধূকে কোলে তুলে নিয়ে সেখান থেকে চলে যান এই তারকা দম্পতি। হাতে গোনা কয়েকজন অতিথি নিয়েই একসঙ্গে পথচলা শুরু করলেন রালিয়া। নীতু কাপুর ও দিদি  ঋদ্ধিমাই রণবীরের বিয়ের খবর প্রকাশ্যে এনেছেন।

510

বিয়ের পরেই বাস্তুর ছাদে দেখা গিয়েছে নবদম্পতিকে। সাদা পোশাকে দুর্দান্ত লাগছিল দুই সুপারস্টারকে। ফটোশ্যুট করার জন্য তাঁরা ছাদে উঠেছিলেন এদিন। এরপরেই আলিয়া ইনস্টাগ্রামে বিয়ের ছবি আপলোড করেন। 

610

গায়ত্রী মন্ত্র উচ্চারণ করে সাতপাকে বাঁধা পড়লেন দুজনে। বিয়েতে সব্যসাচীর লেহেঙ্গায় নিজেকে সাজিয়েছিলেন নববধূ আলিয়া ভাট এবং রণবীর কাপুর পরেছিলেন মণীশ মলহোত্রার ডিজাইনার পোশাক। 

710

কাপুরদের নিয়ম অনুযায়ী, এদিন নীতু কাপুর নিজের একটি বিশেষ গয়না আলিয়াকে পরিয়ে দিয়েছিলেন। ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, পান্নার একটি হার দিয়েই বাড়ির নতুন বউকে আশীর্বাদ করেছেন নীতু। তাঁর শাশুড়ি কৃষ্ণা রাজ কাপুর ওই হার দিয়ে আর্শীবাদ করেন তাঁকে। আর সেই রীতি মেনে আলিয়াকেও ওই হার তিনি পরিয়ে দেন। 

810

কড়া নিরাপত্তার ঘেরাটোপে নিজের কাজের অতিথিদের নিয়েই অনুষ্ঠিত হয়ে গেল বিয়ের অনুষ্ঠান। তবে অতিথিদের জন্য বেশ কিছু প্রোটোকলও রাখা হয়, যা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। 

910

রণবীর-আলিয়ার অন্দরের ছবি কোনওভাবেই যেন ফাঁস না হয় সেই শর্তও দিয়েছেন তারকা জুটি। এখনও পর্যন্ত তা মেনেই চলেছেন অতিথিরা।

1010

দুই পরিবারের  বড়দের আশীর্বাদ নিয়ে নতুন জীবন শুরু করলেন বি-টাউনের হট কাপলস। রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ে এখন বলিপাড়ার টক অফ দ্য টাউন।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos