এককথায় বলতে গেলে, (Ranbir kapoor) রণবীর আলিয়ার ( Alia Bhatt) বিয়ে এখন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে সংবাদমাধ্যমের। পাপারাৎজিদের মুখে এখন একটাই কথা, কবে বিয়ের পিঁড়িতে বসছেন তারা। তবে শুধু তারকা জুটি নয়, পরিবারের সদস্যরাও ছাড় পাচ্ছেন না (Ranbir Kapoor-Alia Bhatt Wedding) ।