এক কথায় ইন্সটাগ্রামে রিচার ওজন কমাানোর ছবি একেবারে সুপারহট। উষ্ণতায় ভরা ছবি পোস্টের সঙ্গে নায়িকা ক্যাপশনে লিখেছেন, ওজন কমানো মানেই কিন্তু শরীরের মাসলস কমাানো নয়। তিনি কিন্তু শরীরে মেদ বা মাসলস কমানোর জন্য বিগত ৩ মাসে ১৫ কেজি ওজন হ্রাস করেন নি। নায়িকার ক্ষেত্রে যে সমস্যা ছিল তা হল অতি মাত্রায় গ্লুটয়াস শরীরে ঢুকে গিয়েছিল।