বলিউডের হাশ হাশ জুটি। অর্থাৎ যাঁরা নিজেদের সম্পর্ক নিয়ে এক ফোটাও মুখ খোলেন না কারও সামনে। অন্দরমহলেই সীমিত তাঁদের সম্পর্ক। সেই তালিকায় পড়ে রণবীর কাপুর এবং আলিয়া ভাটের নাম। তাঁরা একে অপরের সঙ্গে প্রায় দু'বছর ধরে সম্পর্কে আবদ্ধ। অয়ন মুখোপাধ্যায় পরিচালনায় আসতে চলেছে সুপারহিরো ফ্যান্টাসি ড্রামা ব্রহ্মাস্র। বহুদিন আগে থেকেই শুরু হয় ছবির শ্যুটিং। সেখান থেকেই তাঁদের প্রেমালাপ শুরু। ক্যাসানোভা রণবীরের প্রেম যে একেবারে ছাদনাতলায় গিয়ে পৌঁছবে সেই আশা কেউ করেনি।
তবে আলিয়ার হাত ধরেই কি অবশেষে বিয়ের পিঁড়িতে দেখা যাবে আরকে-কে। তেমনই বলছে পরিস্থিতি।
28
কাপুর পরিবারের সঙ্গে প্রতিটি অনুষ্ঠানে উপস্থিত থাকা এখন আলিয়ার কাছে এক কাজের মতই হয়ে গিয়েছে। বর্ষশেষে নীতু কাপুর, হৃদ্ধিমা কাপুরের সঙ্গে ভ্রমণে চললেন আলিয়া।
38
কাপুর পরিবারের সঙ্গে এই ঘনিষ্ঠতা অবশ্যই সাধারণ নয়। দৃষ্টি আকর্ষণ করেছে এই সম্পর্কটি। তবে ভ্রমণে যাওয়ার পাশাপাশি কানাঘুষো আসছে বাগদান সারতে চলেছে সেলেব জুটি।
48
নীতু কাপুর এবং হৃদ্ধিমা কাপুরের উপস্থিতিতেই বাগদান সারবেন তাঁরা। সেই বাগদানের খবরাখবর পেতেই ব্যস্ত পাপারাৎজি ও নানা সংবাদমাধ্যম।
58
তবে এই খবর ভুয়ো বললে দাবি করলেন রন্ধীর কাপুর। তাঁকে প্রশ্ন করতেই তিনি সরাসরি জানিয়ে দিলেন রণবীর এবং আলিয়া বাগদান পর্ব সারছেন না।
68
গোটা কাপুর পরিবারের থেকে দূরে রাজস্থানের রনথাম্বোরে রয়েছেন নীতু, হৃদ্ধিমা, আলিয়া এবং রণবীর। সেখানে কোনও মতেই এনগেজড হচ্ছেন না তাঁরা।
78
কেবল নতুন বছরের আগমণের ছুটি কাটাতে গিয়েছেন। যদিও রন্ধীর কাপুরের এই বক্তব্যে তেমন বিশ্বাস করেনি নেটিজেনরা। কাপুর পরিবার আলিয়া এবং রণবীরের সম্পর্ক গত দু'বছর ধরে গোপন রেখেছে।
88
যার জেরে আজও তাঁরা যদি এনগেজড হন, কাপুর পরিবারের কোনও সদস্যই সেই নিয়ে মন্তব্য করবে না। অন্যদিকে আলিয়া ও রণবীরের মধ্যে কেউই তাঁদের সম্পর্ক নিয়ে মুখ খুলতে চান না।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।